শুক্রবার, ২৯ অক্টোবর, ২০১০

বিবর্ন সময়

বিবর্ণ সময় আজ বিবর্ণ প্রজাপতি
বিবর্ণ দিন শেষে নামে বিষন্ন রাতি
অন্ধকার চারিধার অন্ধ আজ আমি
শুধু তোমকেই খুঁজে ফিরে।

ব্যকুল হয়ে আকাশেতে খুজ়েফিরি
হাজার তারার মাঝে সুকতারা খানি
দিশাহারা প্রানের দিশা খুঁজি ফিরে
সুকতারা আর চন্দ্রেরও ভিরে।

বিবর্ণ কুয়াশায় চাঁদ ঢাকা হায়
আলৌকিক রূপ নিয়ে রাত্রি নামায়
আমি পড়ে রই বিবর্ণ কালের মাঝে
শুধু তোমারই পথ চেয়ে বিষন্ন হ্রদয়ে।

বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০১০

তোমার জন্য


ডানা মেলতে ইচ্ছে করে সাত আসমান পরে

রংধনু কস্টগুলোকে ঈগলের ডানায় মাখিয়ে নিয়ে

উড়িয়ে আকাশের গায়

ফিরে আসব হয়তো আবার আমি বক হয়ে

শুভ্র সাদা গায়

শুধু তোমার জন্য।