তোর খ্যাতির বিড়ম্বনায় আমার থাকা আর না থাকা
- যাযাবর জীবন
কেমন আছ?
কেমন আছেন?
কেমন আছিস?
কত জনের কত প্রশ্নবাণে বিদ্ধ আমি
মানুষের প্রশ্নের জবাব দিতে এখন আর ভালো লাগে না
কখনো তুই নিজে এসে দেখে যাস -
কেমন আছি আমি
তোকে ছাড়া, যদি সময় পাস
ব্যস্ততার ভীরে যদি কখনো আমায় মনে পড়ে।
এখন তো অনেক অনেক উপরের তলার মানুষ হয়ে উঠেছিস তুই
টাকা পয়সায়, খ্যাতিতে
ওহ তোকে তো আজকাল অনেক বড় বড় অনুষ্ঠানে দেখা যায়
টিভি স্ক্রিনে
কি ঝলমল করছিলি তুই?
আমার একটুও বুকে বাজে নি সেদিন
কোন ঈর্ষায় কাতর করতে পারে নি আমায়
শুধু চোখের দেখা দেখে গিয়েছি
আর মনে মনে হেসেছি;
যাক এতদিনে তোর স্বপ্ন সফল হলো
খ্যাতিমানের ছাতার তলায় খ্যাতির বিড়ম্বনা কেমন লাগছে
বড্ড জানতে ইচ্ছে করে।
তবে একটু সামলে চলিস
খ্যাতির বিড়ম্বনা সবার সয় না
হয় মাটিতে মিশে যায় কিংবা আকাশে উড়তে থাকে
ডানামেলা পাখির মতন করে।
এত বড় সেলিব্রেটির মাটির সাথে মিশে থাকা মানুষের
খবর নেয়ার সময় কোথায়?
আমি বুঝি।
তাই কারো প্রশ্নের জবাব দেই না
যদি তোর কথা চলে আসে জবাবে?
তোকে তো ছোটো করতে পারব না কোনভাবেই
তাই, আমি কাওকে জবাব দেব না
শুধু যদি তুই জানতে চাস তাহলে চলে আসিস
সেই আগের জায়গায়
আমি সেখানেই আছি তোর অপেক্ষায়
ঠিক তেমনই;
মানুষ বুঝবে না
তবে তুই বুঝবি ভালো করে
একবার আমার সামনে এসে দাঁড়ালেই বুঝে যাবি
আমি কেমন আছি।
তোর থেকে ভালো করে আমাকে কেও চেনে না
তাই কাওকেই এ প্রশ্নের কোনো জবাব দেই না
আসলে কেমন যে আছি তা কোনো ভাষাতেই বর্ণনা করা যায় না।