সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

ঘুমের ডাক



ঘুমের ডাক
- যাযাবর জীবন

তোর ডাক সেদিন শুনতে পাইনি
হয়তো অনেক দূরে ছিলি তুই
কিংবা বিক্ষিপ্ত ছিল আমার মন
অক্ষমতা আমারই;

আজ আর তোর ডাক শুনতে চাই না
এখন অনেক দূরে সরে গেছি আমি
অহেতুক বয়ে বেড়ানো এক ক্ষয়িষ্ণু দেহ
আর জরাজীর্ণ ধুকপুক হৃদযন্ত্র;

আমার বধির কানে এখন কবরের নিস্তব্ধতা
ক্রমাগত ডাকছে মাটি
মাটির কাছে
মাটি হতে;

ঘুম ঘুম চোখে আমি
ঘুমিয়ে পড়ার অপেক্ষায়।


চুমুর ঠোঁটে অভিমান



চুমুর ঠোঁটে অভিমান
- যাযাবর জীবন

অনেক শিখেছিস ঠোঁট বাঁকাতে
উনিশ থেকে বিশ
কথায় কথায় অভিমান
রাগের ঝাঁজে বিষ;

সকাল গড়িয়ে রোদ গড়ালো
সন্ধ্যে হলো অভিমান
এবার তো চুমু খা
ভালোবাসার দাম।





শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬

দরকারি কথা


দরকারি কথা
- যাযাবর জীবন

কত কিছুই না বলার আছে ঠোঁটের!
মান
অভিমান
ঝগড়া
প্রেম
ভালবাসা
দরকারি কথা;

তুই কথা বল
আমি চুমু খাই।




ভালোবাসার যন্ত্রণা


ভালোবাসার যন্ত্রণা
- যাযাবর জীবন

যখনই তোর দিকে তাকাই
তখনই আমার সূর্যোদয়
তখনই আমার ভোর,
হাজার মানুষের ভীরে
আমার দিকে তাকানোর
সময় কোথায় তোর?

সূর্য ডুবে গেলে
কিংবা চাঁদ ঘুমানোর পরে
হয়তো তোর চোখ পড়ে অন্ধকারে;

আমি কোথায় সেখানে?

ভালোবাসার যন্ত্রণা বয়ে যেতে হয় আমাকেই, একা।


শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬

মানবতা; কি সেটা?



মানবতা; কি সেটা?
- যাযাবর জীবন

একটি মাত্র মুখ
Bed Tea দিয়ে শুরু
সকালের নাস্তা
Brunch
Lunch
বিকালের নাস্তা
Evening Tea
Supper
Dinner
এক মুখে কত আর খাবি রে মানুষ
কত আর ধরে রে এক পেটে তোর? হে মানব;
গরুতো সারাদিনই জাবর কাটে
তুই নাকি সৃষ্টির সেরা জীব দুনিয়াতে!

একটি মাত্র পেট
তার কত চাহিদা
কত তার ক্ষুধা
পরিণাম লোভ, লালসা
অপরাধ? তার ফিরিস্তি না হয় নাই দিলাম;
আরে ওরে মানুষ
হারাম উপার্জনে দুর্গন্ধ লাগে না?
মনুষ্যত্ব কোথায়?
কোথায় বিবেক কোথায় তাড়না?
আরে কুকুর না হয় ডাস্টবিনে মুখ দেয় ক্ষুধার তাড়নায়
তোর ক্ষুধার সীমা কোথায়?

কত প্রাণীই তো দু পায়ে দাঁড়ায়
বানর, হনুমান, শিম্পাঞ্জী ইত্যাদি ইত্যাদি
দুপায়ে কখনো খেলা দেখায় ট্রেনিং প্রাপ্ত কুকুর
সার্কাসে হাতি
আরে আরে! দু পায়ে তো দাঁড়ায় মনুষ্য নামের প্রাণী;
তবে?
তোর আর ওদের মাঝে পার্থক্য কোথায়?
মানবতায়?
সেটা কোথায়?









পোড়া স্বপ্ন



পোড়া স্বপ্ন
- যাযাবর জীবন

স্বপ্ন পুড়তে দেখেছে কে?
স্বপ্ন আমায় পুড়িয়েছে;
পোড়া গন্ধ তুই সইতে পারিস নি
আমি পোড়া অনুভব ধরে রেখেছি হৃদয়ে
যেখানে তোর বসবাস।


সংকুচিত হৃদয়



সংকুচিত হৃদয়
- যাযাবর জীবন

জানা ছিল না
তুই আসবি কি আসবি না;
হৃদয় গুটিয়ে ফেলার পর
বৃষ্টি নামলে ছাতায় কি আসে যায়?




কোথায় গড়ায় ভালোবাসা?



কোথায় গড়ায় ভালোবাসা?
- যাযাবর জীবন

ভালোবাসা চিরদিন এক রকম থাকে না
সময়ের সাথে সাথে কমে বা বেড়ে যায়
তোর ক্ষেত্রে পারদের কাটা বাড়তে বাড়তে
ভালোবাসা হয়েছে লাল
সইতে পারবি না আজকাল;

ভালোবাসা এক জায়গায় স্থির থাকে না
নদীর মত, স্রোতের মত গড়ায়
তোর ক্ষেত্রে নদী গড়িয়ে সাগরে
জ্যোৎস্না গড়ায় মহাসাগরে
রাখতে পারবি আমায় বুকের ভেতরে?




অন্বেষণ



অন্বেষণ
- যাযাবর জীবন

উড়ে পাখি
ভাসে মাছ
দৌড়ায় মানুষ
খাদ্যান্বেষণে;

মন কেন উড়ে?
কেনই বা ভাসে কেনই বা ডুবে?
কেন চঞ্চল যখন তখন?
কোথায় মনের খাদ্যাহ্নেষণ?

সুখ দুঃখ
হাসি কান্না
প্রেম ভালোবাসা
মনের কত রকম অনুভব যখন তখন;
সুখে ভাসে সুখে উড়ে
দুঃখে ডুবে দুঃখে পুড়ে
প্রেমে, ডুবে ভাসে উড়ে পুড়ে
আর মনে ভালোবাসা যখন তখন।


ঠোঁটে ডুব



ঠোঁটে ডুব
- যাযাবর জীবন

আজ ভালোবাসার রাত
আজ কলমের ছুটি,
জানালা বন্ধ হয়ে গেলেই
চাঁদ ঘুমিয়ে যাবে;

চল ঠোঁটে ডুবি।


স্মৃতির দায়



স্মৃতির দায়
- যাযাবর জীবন

আমি তোকে ভুলি নি সেদিন,
মনে রেখেছিলাম কি আদতে তখন?
মানুষই মানুষকে মনে রাখে
মানুষই আবার ভুলে যায়, মানুষ'কে;
প্রেম ভোলা যায় কি?
ভালোবাসা?
তবে কেন রাত জেগে তারা গোনা
আর জ্যোৎস্নায় ভিজে যাওয়া;

এখনো কি ভালোবাসি তোকে?
কিংবা তুই আমায়?
মনে রাখা কিংবা ভুলে যাওয়া, শুধুই স্মৃতির দায়;

প্রেম ছাড়া কদিন বাঁচা যায়?
কিংবা তোকে ছাড়া?


ঈর্ষাহ্নিত দীর্ঘশ্বাস



ঈর্ষাহ্নিত দীর্ঘশ্বাস
- যাযাবর জীবন

তোর ভালোবাসার নিঃশ্বাসে
কংক্রিটের দেয়ালের ঈর্ষাহ্নিত দীর্ঘশ্বাস,
কখন জানি চেপে বসে আমার বুকে
দেয়াল ধ্বসে;

ঈর্ষা প্রলয়ঙ্করী ঝড়
নারীর ও ভালোবাসার।




শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

খুব সহসা



খুব সহসা
- যাযাবর জীবন

খুব সহসা কথা হয় না তোর সাথে
হয় না দেখা খুব সহসা
তবুও তোর কথা মনে করা
কারণে আর অকারণে তোকে ভালোবাসা
খুব সহসা;
আমাদের জীবনটা খুব অদ্ভুত
তাই না?
ভালোবাসা টেনে নেয় ভালোবাসা
খুব সহসা।



ভালোবাসা জীবন


ভালোবাসা জীবন
- যাযাবর জীবন

আমার সবগুলো জীবন তোকে ভালোবাসা,
তোর সবগুলো জীবনে আমার ভালোবাসা;
সইতে পারবি?



খোঁজে খোঁজে



খোঁজে খোঁজে
- যাযাবর জীবন

এখানে চাঁদ অন্যরকম
এখানকার চাঁদনি তোর মতন,
এখানেও মেঘ ভাসে
এখানেও চাঁদ হাসে
তোর মতন
তোর মতন;
আর তোকে ভালোবেসে
এখানে ওখানে
নদী আর সাগরে
বন আর পাহাড়ে
তোর খোঁজে খোঁজে
আমার এই যাযাবর জীবন।




ভেজা



ভেজা
- যাযাবর জীবন

বৃষ্টি কাঁদে অঝোরে
কখনোবা তুই, অভিমানে;
আমি কখনো ভিজি বৃষ্টিতে
কখনোবা তোতে,
ভিজতে হয় প্রতিবার আমাকেই.......




মেঘ ভালোবাসা



মেঘ ভালোবাসা
- যাযাবর জীবন

পাহাড় মেঘ ধরে
মেঘ ধরে কান্না
আমি ধরেছি তোকে
ভালোবাসা?
আর না.......


প্রশ্ন



প্রশ্ন

- যাযাবর জীবন

আমি তোর কেও না, তুই আমার কে?
জিজ্ঞেস করে দেখ, একবার মনকে;
আমি তোকে ছুঁই নাই, শুধু মিছেমিছি
আমি তোকে পাই নাই, তবু ভালোবাসি।




চক্রের চক্র



চক্রের চক্র
- যাযাবর জীবন

শুরুটা কোথায় ছিল
কোথায় গিয়েই বা শেষ হবে,
কে বলতে পারে?
কখনো হাসি
কখনো কান্না
কোথায় ভালোবাসা!
মায়া মরীচিকা,
কে ধরতে পারে?
যখন চাঁদ ভালোবাসি
ছুটি চাঁদনির পানে
চাঁদ আমায় রেখে সূর্যের টানে
দিন শেষে সূর্যের ঘুম রাতের গানে
রাত এসে চাঁদের মুখ চুমে
চাঁদনি হাসতেই তুই আমার মনে
চক্রাকারে ঘুরছি একে অপরের টানে;
ভালোবাসার টান!
কে বলতে পারে?
আমার জন্য তোর
কিংবা তোর জন্য আমার।


খেলা



খেলা
- যাযাবর জীবন

সূর্য রাতের কোলে ঢলে পরলেই অন্ধকার
রাত সূর্যের মুখ দেখলেই আলো
নূপুর পায়ে হাসি ছলছল সাদা মেঘ খেলে আকাশে
আকাশের মুখভার তো মেঘ কালো বাতাসে
আমার মুখে হাসি তো তোর মনে কান্না
তোর অভিমানে আমার বেদনা
হাসি কান্না
সাদা কালো
সুখ দুঃখ
সব মিলেই জীবন-গাঁথা;
আমরা কেবলমাত্র দাবার গুটি সাদাকালো
খুব সুচিন্তিত খেলা খেলছে কেও অনেক ওপরে বসে।


ইচ্ছে তোতে



ইচ্ছে তোতে
- যাযাবর জীবন

উড়তে আর ভালো লাগে না
ভালো লাগে না ভাসতে
অনেক দিন হয়েছে ঠোট শুকনো
এবার ডুবতে ইচ্ছে করছে
তোর ঠোটে;
অনেকদিন ছিলাম গভীর ঘুমে চোখবন্ধ
অনেকদিন প্রেম থেকে মন রেখেছিলাম অন্ধ
আজ চোখ মেলতেই তুই
আজ মন খুলতেই তুই
আজ ডুবতে ইচ্ছে করছে তোতে।



স্বপ্নে দুজন



স্বপ্নে দুজন

- যাযাবর জীবন

কোন একদিন,
কোন একদিন সাগরের তীর ধরে
হেঁটে যাব অনেক অনেক দূরে
স্বপ্নের ঘোরে
তুই আমি দুজনে,
হাতে হাত থাকবে দুজনার
ছুঁয়ে থাকবে ঠোঁটে ঠোঁট
মনে মনে বুকের ধুকপুক ধুকপুক যখন
হৃদয়ের কথা শুনব কান পেতে দুজন,
তারপর আবার
হেঁটে চলে যাব বহুদূর বহুদূর
হাতে হাত রেখে
ঠোঁটে ছুঁয়ে ঠোঁটে
মন রেখে মনে
হৃদয় আর হৃদয়ে
ভালোবাসায় মাখামাখি হয়ে
দুজনে
আর
দুজনে........................




তোর নেশা



তোর নেশা
- যাযাবর জীবন


সিগারেট
মদ
ড্রাগস
নেশার কত প্রকারভেদ?
সময়ের সাথে সাথে এক সময় ফুরোয় নেশা
আর নয়তো নেশার নেশায় একসময় ফুরিয়ে যায় নেশাখোর;

সেই শৈশব থেকে এক ভয়ঙ্কর নেশা ঢুকে গেছে আমার রক্তে,
"তোর নেশা, তোকে ভালোবাসার নেশা'";
সময় গাড়ি পাড়ি দিয়ে
আজ আমরা বার্ধক্যের দ্বারে
আমাদের ভালোবাসার কত যুগ পার হয়েছে বলতে পারিস?
দিনক্ষণের হিসাব রাখি নি আমিও
শুধু মনে আছে বোধ হওয়ার পর থেকে "তুই" নেশা আমার রক্তে;

'তোর' নেশা তো আজো কাটে নি আমার‍,
আজো অষ্টপ্রহর আমি 'তোতে'ই মাতাল।




ঘূর্ণন




ঘূর্ণন
- যাযাবর জীবন

ঘুরছে পৃথিবী কক্ষপথে
ঘুরছে জীবন জীবনপথে
ঘুরছি আমি আপন মনে
ঘুরছি আহার অহ্নেষণে......


ভালোবাসার জলছবি



ভালোবাসার জলছবি

- যাযাবর জীবন

কিছু অন্ধকার আরাধনার
যেমন ঘুম
কখনো স্বপ্ন চোখে দেয় চুম,
কিছু সৌন্দর্য ক্যামেরায় আসে না
যেমন জ্যোৎস্না
তোর ঠোঁট হাসে, চোখে কান্না;
কিছু কিছু অনুভব চোখে দেখা যায় না
যেমন ভালোবাসা
সব ভালোবাসায় কবিতা হয় না
যেমন তুই;

জলে দাগ দিয়ে ভালোবাসার জলছবি এঁকে যাচ্ছিস তুই
আমি বৃষ্টির গান শুনি
পাথর খোদাই করে তোর প্রেমের কাব্য গাঁথা
পাহাড়ে কান্নার ধ্বনি;

তুই স্বপ্নে স্বপ্নে আমায় নিয়ে ভালোবাসার মালা গেঁথে চলেছিস
ভালোবাসা আমার সয় না,
মিলনের কাব্য আমার কলমে হয় না.........


মন প্রহসন



মন প্রহসন
- যাযাবর জীবন

ঘড়ির টিক টিকে শুধুই অপেক্ষা
কোথায় তুই আজ?
অন্ধকারে চাঁদনি
গ্রহণে যখন চাঁদ;
প্রেম মানেই দহন
দিনও অন্ধকারে ছায় যখন সূর্যে গ্রহণ
এখন আর রাতভর স্বপ্ন দেখি না
অনেক দেখেছি ভালোবাসার প্রহসন।


মানুষ ও জীবন



মানুষ ও জীবন
- যাযাবর জীবন

শরীর সর্বস্ব প্রেম
পেট সর্বস্ব জীবন
মানুষ কখনো মানুষ
পশু যখন তখন............


শরীরের ভালোবাসা



শরীরের ভালোবাসা
- যাযাবর জীবন

প্রেমিকার বুকে মুখ গুঁজে সুধাই -
খুব ভালোবাসিস বুঝি আমায়?
অনেক অনেক,
কতদূর?
তোমার জন্য মরতে পারি;
আহা! আহা! কি ভালোবাসা! প্রেমিকার কথায় আপ্লুত প্রাণ আমার,
আরেকটু শক্ত জড়িয়ে ধরি;

বিছানার ঝড় থেমে গেলে আদুরে গলায় বলি
জলে চল এবার, চল ডুবি;
না বাবা! আমার বড্ড জলে ভয়, সাঁতার জানি নে; যদি ডুবে যাই!
একটু থমকে গিয়ে সুধাই
তাহলে চল পাহাড়ে যাই
না বাবা উঁচুতে আমার বড্ড ভয়, যদি পড়ে যাই!
এবার চমকে উঠি, সুধাই -
চল না দুজনে পাখি হই, চল ডানা মেলি ভালোবেসে; ঐ নীল আকাশেতে,
যাও তো! বিরক্ত কর না, আমার কি পাখির ডানা? ঘুমুতে দাও তো এবার বাপু;

এর নাম প্রেম
এর নাম ভালোবাসা,
আরে, ভালোবাসা কাম নয়
নয় বিছানা;
ভালোবাসায় ডুবতে হয় জলে
ভালোবাসায় ভাসতে হয় নীলে
প্রেমে আর প্রেমে
দুজনে দুজনে;

শরীর সর্বস্ব ভালোবাসার শুরু ঠোঁটে
সমাপ্তি বিছানাতে।


সিক্ত



সিক্ত
- যাযাবর জীবন

বলেছিলাম ঠোঁট ভেজাতে, চুমুর আদরে
কেন রে মন ভেজালি ভালোবেসে?
এখন যে দুপুর সূর্যেও মনে অন্ধকার ছায়
আর ভেজা চোখে বারবার ঘুম ভিজে যায়;

কেন আমার রাত ভেজালি চোখ ভিজিয়ে?


অপেক্ষার ডাক



অপেক্ষার ডাক
- যাযাবর জীবন

আজ কেন রে ডাক?
আজ কেন ডাক তোর মধুর স্বরে?
আজ কেন ডাক আপন করে?

গুনেছি অনেক অনেক অপেক্ষার ভোর
প্রতীক্ষায় বহু বহু রাত ভিজেছে চোখের জলে,
কেও আসে নি সেদিন
কেও আসে নি আমার ঘরে
কেও ডাকে নি সেদিন
কেও ডাকে নি বাহুডোরে;
তবে আজ কেন এ ডাক?

আজ আর শুনবো না ডাক
তোর চাঁদের রাত আজ না হয় একা ভেসে যাক;
আমি তো ভেসে বেড়াচ্ছি সেই কবে থেকেই
তোতে.........


তুই'ময় তুই


তুই'ময় তুই
- যাযাবর জীবন

প্রায়ঃশই এক প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাকে
'তুই'টা কে?
কি করে আমি বোঝাই লোকে!

সূর্য যখন প্রতিদিন ঘুমের ঘোরে কপাল চুমে
আমি তখন তো'কে নিয়ে স্বপ্নঘুমে
তোর চুমু স্বপ্ন ভাঙ্গায় আমার ঠোঁটে;
যখন আমি খাবার টেবিলে
তুই গলদঘর্ম উনুনে
গরম খাবার আমার প্লেটে;
যখন আমি কাজের ভীরে
মোবাইলটা গান গেয়ে ওঠে
এই যে জনাব অনেক হয়েছে কাজ, এবার একটু বিরতি!
পেটে খানিক দানাপানি
তারপর না হয় আবার কর্ম;
অফিস শেষে রিক্সায় পা রাখতেই মোবাইলটা বেজে ওঠে
এই যে মশায়, পেট তো বেড়ে গেছে
এইটুকুই মাত্র তো পথ
এসো না চলে কদম হেঁটে
খুব অনীহা? আচ্ছা তবে সঙ্গী হলেম পথের সাথে;
সন্ধ্যে নামতেই দুজনার দিন পঞ্জিকা বণ্টন
হাসি আনন্দ খুনসুটি
তুই আমার চোখের নিদ রাতের হাসি
বুকের ভেতর জাপটে ধরে
ভেসে বেড়ানো মন সাগরে,
যেদিন অমাবস্যা তুই'ই আমার চাঁদনি
যেদিন জ্যোৎস্না দুজনা ছাদে, চন্দ্রস্নানে
আমি তোর কোলে শুয়ে
মাথায় তোর হাত বিলি
কতদিন যে ছাদের ওপর ঘুমিয়ে পড়েছি!
তুই'ও বোকার মত সারারাত মাথা কোলে ঠায় বসে
সকালে সূর্য চোখে চোখে লাগতেই ঘুম ভেঙে তোকে একঠায় বসা দেখি
তখনো মাথায় তোর হাতবিলি
আমার এলোমেলো চুলগুলি;
কতদিন রাগ করেছি ঘুম ভাঙ্গাসনি বলে!
তোর মুখে শুধুই হাসি।

ঘর আমার সংসার হলো তখন
জীবনে তুই এলি যখন
আর নয়তো
চন্দ্রে সূর্যে
রোদ বৃষ্টিতে
পাহাড়ে সাগরে
দিনরাত্রিতে মিলেমিশে
ছিল তো এক যাযাবর জীবন;

তুই অনুভব
তুই স্পর্শ
তুই সকাল
তুই দুপুর
তুই চাঁদ
তুই জ্যোৎস্না
তুই প্রেম
তুই ভালোবাসা
"তুই" যাযাবরের "তুই ময়" জীবন।


সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

বিচ্ছেদের সূত্র



বিচ্ছেদের সূত্র
- যাযাবর জীবন

যখন হাত ছুঁয়ে দিস জলে
জলেতে টুংটাং,
যখন মন ছুঁয়ে দিস মনে
হৃদয়ে বাজে গান,
তবে কেন বিচ্ছেদের সময়
মনে হাহাকার জাগানিয়া গান?

বড্ড প্রগলভ হয়েছিলি সেদিন মিলনে,
ঠোঁটে ঠোঁট
হাতে হাত
হৃদয়ে হৃদয়
দেহতে দেহ,
প্রতিস্থাপনের প্রতিটি সূত্র মেনে;
বিচ্ছেদের সূত্র কি রে?

স্বপ্নের ভাঙা কাঁচে যখন রক্তাক্ত আমার পা
তোর তখন নতুন পথে নতুন পদযাত্রা,
বিচ্ছেদে কান্নার সূত্রটা শুধুই আমার একার।





রবিবার, ৯ অক্টোবর, ২০১৬

যাদুর শহর ঢাকা



যাদুর শহর ঢাকা
- যাযাবর জীবন

কাঁদিস কেন চোখ? অমাবস্যার অন্ধকারে
কোথাও কি হাসি নেই? তোর কান্নার আড়ালে;

মাথায় আজব আজব সব খেয়াল
চারিদিকে কালো কালো অট্টালিকার দেয়াল,
ওরে ও রাত
ও হে অন্ধকার
কানাগলি রাজপথ
ট্রাফিক সিগন্যাল
বিটের পুলিশের হুইসল
সুনসান গলিপথ
রাতের রমণী
ইশারা ইংগিত
দেহের পসরা
কটাক্ষ
উড়ছে টাকা
পুড়ছে দেহ
মদ
মচ্ছব
কোথাও বা ঠাস ঠুস এক আধটা গুলি
দূরে কোথাও হৈ হুল্লোড়
ছোটাছুটি
খানিক নীরবতা
তারপর আবার কানাগলি
হ য ব র ল,
আমার রাতের শহর
আমার ঢাকা শহর;

কোথাও ঢাক বাজছে দূরে
পুজোমন্ডপ বসেছে
আকাশে হাউই উড়ছে
বুদ্ধপূর্ণিমা রাতে
দোকানে দোকানে পসরা সাজানো
ঈদের খুশির আমেজে
সব যেন একসাথে
এক কাতারে
এই রঙ বেরঙের শহরে
এই যাদুর হাতছানি শহরে,
কাতারে কাতারে মানুষ ছুটে আসছে
কিসের জানি হাতছানিতে
পাগলের মত
যাদুর শহর ঢাকা'তে;
আর আমি......
দেখছি
বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগের
পুতি দুর্গন্ধময় কালো পানি
মরতে দেখছি নদী
মরতে দেখছি শহর
মরছে ঢাকা
দেখছি আমি
আমার যাদুর শহর;

এক সময় আমার চোখ মরে যাবে
রাতের মত
অমাবস্যার মত
এ শহরের মত
ঢাকার মত
হাজার, অযুত, নিযুত
কোটির পর কোটি
পঙ্গপালের মত মানুষের চাপে;
ভার বওয়ারও তো একটা সীমা আছে
যাদুর শহরের।

কাঁদিস কেন চোখ? রাতের অন্ধকারে;
কোথাও হাসি নেই, কান্নার আড়ালে।






শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬

একসাথে একমন



একসাথে একমন
- যাযাবর জীবন

যার সাথে ঠোঁটে ঠোঁট
যার সাথে মনে মন
যার সাথে হারাইয়াছি জীবন,
যার তরে বালুচর
যার তরে কাশ বন
আর বন জ্যোৎস্নায় একসাথে দুজন;
তুই আর আমি'তে
একপ্রাণ একমন
ভালোবাসায় জড়াজড়ি
শতাব্দী দিয়ে পাড়ি
দুজনে দুজন।


গোধূলির ধুপ



গোধূলির ধুপ
- যাযাবর জীবন

সূর্য দেখেছিস?
অস্তগামী,
তোর অনেক দিনের শখ আমাকে দেখার;
হ্যাঁ,
ঠিক ধরেছিস;
আমি গোধূলির ধুপ;

তুই সূর্যে পেতে চেয়েছিলি আমায়
আমি শুধুই অন্ধকার।




নৈঃশব্দ্যের দূরত্ব


নৈঃশব্দ্যের দূরত্ব
- যাযাবর জীবন

মুখোমুখি
এক জীবন
চোখাচোখি
দুই নয়ন
তবুও যুগ যুগ
দুজন দু-ভবন,
নিঃশব্দ ভালোবাসায় কেটে যায়
দুজনার নৈঃশব্দ্যের সারাটি জীবন;

শুধু দুজন দুজনার চোখ চেয়ে
শুধু দুজন দুজনার পথ চেয়ে
শুধুই দুজন দুজনকে ভালোবেসে,
কোথাও না কোথাও
অল্প একটু দূরত্ব থেকেই যায়
দুজনার মাঝে,
পাড়ি দেয়া হয় না মাত্র অল্প কিছুটা পথ
হাত ধরে আর হাত ধরে
একসাথে আর একসাথে।




বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

তোর ঠোঁটে তোতে মিশে



তোর ঠোঁটে তোতে মিশে
- যাযাবর জীবন

ঠোঁটে হারাইনি কত দিন?
তোর ঠোঁটে,
চুমুর আবেশে
ভালোবেসে;

তুই আমার সবজান্তা
ভেতর ও বাহিরে
দেহে ও মনে
ঠোঁটে ঠোঁট রেখে;

আমি চিনি তোকে সব রূপে
অভিমানে ঠোঁট বাঁকিয়ে
অনুরাগে চুল ঝাঁকিয়ে
ভালোবেসে ঠোঁটে ঠোঁটে;

সকালের চুমুতে দুপুর গড়াতে তোর জুড়ি মেলা ভার
দুপুরে ঠোঁটে ডুবে সন্ধ্যের সূর্যাস্ত লাল
রাতঘুমে বড্ড অস্বস্তি, আমার সারা শরীরে তোর ভার
বড্ড অন্যরকম ছিল আমাদের দিনগুলো, এইতো সেদিনও;

আজ অনেকগুলো দিন পার হয়েছে গেছে শুকনো ঠোঁটে
আজ বড্ড চুমু খেতে ইচ্ছে করছে তোর ভেজা ঠোঁটে
সেই আগের মত করে, সকাল থেকে দুপুর পেরিয়ে সন্ধ্যে
তারপর রাতঘুমে, তোর ভারে তোতে মিশে।











বুধবার, ৫ অক্টোবর, ২০১৬

হিবিজিবি বিকেল



হিবিজিবি বিকেল
- যাযাবর জীবন

ঘুম
দুপুর ঘুম
চোখ বন্ধ
চোখে ঘুম,

চুম
এসে চুম
চোখ খুলেছি
চোখে চুম,

মন
মন খারাপ
তুই নেই
পাশে আজ,

চল
মন চল
উড়ে যাই
আকাশে আজ।



সোমবার, ৩ অক্টোবর, ২০১৬

নিঃশর্ত হারিয়ে যাওয়া



নিঃশর্ত হারিয়ে যাওয়া
- যাযাবর জীবন

তুই কি অসুস্থ?
না তো!
তবে?
তবে কি?

তোর হাত দুটো ঠিক আছে?
হ্যাঁ, আছে;
তবে জড়িয়ে ধরছিস না কেন?

তোর ঠোঁটে ঘা হয়েছে?
না তো!
তবে চুমু খাচ্ছিস না কেন?

তোর মন ভালো আছে?
হ্যাঁ,
তবে প্রেম করতে বাঁধা কোথায়?

দীর্ঘশ্বাস ফেলে তুই বলেছিলি -
ভয় করে তোকে জড়িয়ে নিতে
যদি জড়িয়ে যাই তোতে,
ভয় করে তোর ঠোঁটে ডুবে যেতে
যদি হারিয়ে যাই তোতে,
বড্ড বেশী ভয় করে ডুবে যেতে তোতে
যদি আর কখনো আমার বলে কিছু না থাকে?

আরে বোকা সেদিন তো আমি মানেই তুই
আর তুইই আমি
যেদিন আমাতে ডুববি তুই
আর তোতে আমি;

তারপর............
আমরা নিঃশর্ত হারিয়েছিলাম
দুজন দুজনে,
সেই থেকে আজ অবধি
ডুবে আর ভেসে একসাথে
ভালোবেসে আর ভালোবেসে
দুজন দুজনে।



রবিবার, ২ অক্টোবর, ২০১৬

নিষেধাজ্ঞার বেড়াজালে



নিষেধাজ্ঞার বেড়াজালে
- যাযাবর জীবন

ইদানীং সবকিছুতেই বড্ড নিষেধাজ্ঞা;
নিষেধাজ্ঞা খাওয়ায়
পড়ায়
চলনে বলনে;

কিই বা ঘোড়ার ডিম খেতাম সারাদিনে?

মুখের মধ্যে গুঁজতাম কিছু ছাইপাঁশ শাক সবজি
আর ঠোঁটের মধ্যে চুমু;

রাত হলেই কোলবালিশটা কাঁদে,
কাহাতক আর চাপ সহ্য হয়?

জলে ডুব দিয়ে কি আর মন ঠাণ্ডা হয়?