শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১০

কথা মালা

আমি কুলে বসে আছি
পথ চেয়ে আকুল হয়ে
তোমার সাথে শুধু কথা বলব বলে
হ্রদয়ে যে অনেক কথা মালা গাঁথা আছে
গল্প জমে চলেছে প্রতিদিন এক পাহাড় সম
শুধু বলব বলে, চেয়ে তোমার আঁখিতে আঁখিতে।

মনে মনে আর কতকাল কথা কব
তুমিতে আমিতে?
কতকাল একসাথে হেঁটে যাওয়া হয় নি আমাদের
নদীকুল ধরে, হাতে হাত রেখে
কতকাল কথা বলি না তুমিতে আমিতে
চেয়ে চেয়ে ওই আঁখিতে আঁখিতে
অনন্তকালের কথা জমে আছে সব
বলে কি শেষ করা যাবে এক জীবন কালে?

শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০১০

জীবনের ঘন্টা

সেই সকাল থেকে স্টেশনে বসে আছি
ট্রেনটা আসব আসব করছে সেই কখন থেকে
স্টেশন বোঝাই লোকজন অপেক্ষার প্রহর গুনছে
গুনছি আমিও, স্টেশনের কোনার দিকের একটা বেঞ্চ এ বসে একাকী
কান পেতে আছি কু ঝিক ঝিক আওয়াজের অপেক্ষায়
ট্রেনের ঘন্টাধ্বনি শুনতে কি পাই?
নাকি শুনি জীবনের ঘন্টাধ্বনি!

প্রতিক্ষা শূন্যতায়

এক মুঠো অন্ধকার হাতে করে বসে আছি।
তারার মেলার মিটিমিটি আলোখেলা
নারকেল পাতায় পিছলে নামা জোস্নার ছায়া,
আর ওই আলো আধারির অপরূপ খেলা
এখন আর হ্রদয় আপ্লুত করে না।

একরাশ কালো অন্ধকার হ্রদয়ে চেপে বসে আছি।
কাশবনে হিমেল হাওয়া
বসন্তের কোকিলের কুহুতান ধ্বনি
কিংবা মাটি থেকে প্রথম বৃস্টির ভাপ ওঠা
মিস্টি মধুর সোঁদা সোঁদা গন্ধ
এখন আর হ্রদয়ে দোলা জাগায় না।

এক জীবন অন্ধকার বুকে ধরে বসে আছি।
শূন্যতার ভিতর, শূন্য চোখে অন্ধকারের দিকে চেয়ে
আর শুধু প্রতিক্ষা প্রতি পলের
তুমি ফিরে আসবে বলে।