এক মুঠো অন্ধকার হাতে করে বসে আছি।
তারার মেলার মিটিমিটি আলোখেলা
নারকেল পাতায় পিছলে নামা জোস্নার ছায়া,
আর ওই আলো আধারির অপরূপ খেলা
এখন আর হ্রদয় আপ্লুত করে না।
একরাশ কালো অন্ধকার হ্রদয়ে চেপে বসে আছি।
কাশবনে হিমেল হাওয়া
বসন্তের কোকিলের কুহুতান ধ্বনি
কিংবা মাটি থেকে প্রথম বৃস্টির ভাপ ওঠা
মিস্টি মধুর সোঁদা সোঁদা গন্ধ
এখন আর হ্রদয়ে দোলা জাগায় না।
এক জীবন অন্ধকার বুকে ধরে বসে আছি।
শূন্যতার ভিতর, শূন্য চোখে অন্ধকারের দিকে চেয়ে
আর শুধু প্রতিক্ষা প্রতি পলের
তুমি ফিরে আসবে বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন