রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫

যেদিন ঘুম ভাঙবে



যেদিন ঘুম ভাঙবে
- যাযাবর জীবন

ছোট ছোট কিছু ইচ্ছের পূর্ণতা পাশাপাশি জীবনের কিছু অপূর্ণতা
কর্ম সম্পাদনের তৃপ্তি আর অতৃপ্ত কিছু অসমাপ্তি
কিছু চাওয়া অবাস্তব, প্রাপ্তি অসম্ভব
কেও মনকাড়া কেও অধরা
কেও ভালোবাসে কেও করে ঘৃণা
কখনো দিন কখনো রাত্রি
কারো আনন্দ কারো বেদনা
কারো খোঁজ শুধুই জাগতিক
কেও খোঁজে অমাবস্যায় অলৌকিক জ্যোৎস্না;

থাকুক না এ জীবনে কিছু অপূর্ণতা
তবেই না থাকবে বেঁচে থাকার স্পৃহা;

তারপর না হয় কাটাবো অসীম প্রতীক্ষার প্রহর
দিনরাত্রিহীন এক নির্জন ঘুমঘরে, ঘুমঘোরে;
তারও অনেক অনেক কাল পরে
মাটির ঘরগুলো জেগে উঠবে কোন একদিন বিস্তীর্ণ হাশরে;
তারপর আবার একদিন জেগে উঠবো ঘুম ভেঙে
আমি
তুমি
তুই
সে
আমরা
ও তাহারা সকলে.........
শেষ বিচার দিনে।






মালা



মালা
- যাযাবর জীবন

সব সৌন্দর্য ক্যামেরায় ধরা যায় না
যেমন জ্যোৎস্না,
সব ভালোবাসায় কবিতা হয় না
যেমন তুই;

পাথর খোদাই করে করে তুই ভালোবাসার মালা গেঁথে চলেছিস
শব্দের কবিতা বোনা আমারই হয় না,
ভালোবাসা আমার সয় না ........


শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫

মন পাথর



মন পাথর
- যাযাবর জীবন

প্রেমের চিঠিটা পরে আছে খুব অবহেলায়
মুখবন্ধ খামে অনেক দিন ধরে,
চিঠিটা পড়ার ইচ্ছেই হয় নি আমার
মন বন্ধ বলে;

এই সকল হাবিজাবি লিখা, শুধুই কথার কথা
আর সূর্যের ক্যানভাসে অস্থির মনের রংহীন ছবি আঁকা;
কেও কেও ভাবে আরে আরে! এ তো দেখি লেখা হয়েছে কবিতা,
এতই সোজা?
আরে, নাই বা হলো কবিতা!
রাতের অন্ধকার পাতায় কয়লার কালিতে না হয় কিছু প্রেমই লিখা হোক
হৃদয়ের আর্তনাদে,
কিছু মুখবন্ধ প্রেমের চিঠি না হয় পরেই থাকুক না পড়া কবিতা হয়ে।

প্রেমিকার কান্না বিক্রি করতে পারলে তবেই না কবি হবে,
আমি না হয় শুধুই মানুষ হতে চেয়েছি;
মন-বন্ধ মানুষ পাথর সম,
তোর ভালোবাসা অরণ্যে রোদন;
কাঠফাটা মরুভূমিতে বীজ বপনে কি আর অঙ্কুরোদগম হয়?