মন পাথর
- যাযাবর জীবন
প্রেমের চিঠিটা পরে আছে খুব অবহেলায়
মুখবন্ধ খামে অনেক দিন ধরে,
চিঠিটা পড়ার ইচ্ছেই হয় নি আমার
মন বন্ধ বলে;
এই সকল হাবিজাবি লিখা, শুধুই কথার কথা
আর সূর্যের ক্যানভাসে অস্থির মনের রংহীন ছবি আঁকা;
কেও কেও ভাবে আরে আরে! এ তো দেখি লেখা হয়েছে কবিতা,
এতই সোজা?
আরে, নাই বা হলো কবিতা!
রাতের অন্ধকার পাতায় কয়লার কালিতে না হয় কিছু প্রেমই লিখা হোক
হৃদয়ের আর্তনাদে,
কিছু মুখবন্ধ প্রেমের চিঠি না হয় পরেই থাকুক না পড়া কবিতা হয়ে।
প্রেমিকার কান্না বিক্রি করতে পারলে তবেই না কবি হবে,
আমি না হয় শুধুই মানুষ হতে চেয়েছি;
মন-বন্ধ মানুষ পাথর সম,
তোর ভালোবাসা অরণ্যে রোদন;
কাঠফাটা মরুভূমিতে বীজ বপনে কি আর অঙ্কুরোদগম হয়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন