কামাই
- যাযাবর জীবন
খালি হাতে আসি
খালি হাতে যাই
মাঝখানের সময়টায় কতকিছুই না কামাই!
শিশুকালটা কাটে আদর সোহাগ কামানোতে
ছেলেবেলা দাদা দাদী নানা নানীর প্রশ্রয়ে
পড়ালেখা স্কুল আদর শাসন কতকিছুই জোটে
কৈশোরে মনে ভালোলাগার ফুল ফোটে
যৌবনে ভালোবাসার পূর্ণ জোয়ার
প্রেমের পথে বাঁধা, মানে কি গোয়ার?
জীবন তো শুধুই কামানোর পালা
শিক্ষা দীক্ষা থেকে শুরু করে টাকা পয়সা
অর্থ বিত্ত সম্পত্তি থেকে স্বার্থ আর শত্রুতা
কেও ভালোবাসা পেতে সম্পর্ক কামাতে যায়
কেও স্বার্থের আক্রোশে সম্পর্ক হারায়
জন্মের পর থেকে কত কিছুই না কামাই!
কামাতে কামাতে কত কিছুই না হারাই!
আচ্ছা! এই যে মুঠো মুঠো টাকা পয়সা জমাতে জমাতে
উপচে পড়া ব্যাঙ্ক
মুঠোটা একবার খুলে দেখ তো ভাই!
হাতের তালু থেকে আকাশ পর্যন্ত বিশাল এক শূন্য
কোথায় কাড়ি কাড়ি টাকা?
কোথায় তোমার কামাই?
এই যে সম্পত্তি গড়তে গড়তে
সম্পদের পাহাড়
খোলা মাঠে চিৎ হয়ে একবার শুয়ে দেখ তো ভাই!
চোখ থেকে ঐ দূর আকাশ পর্যন্ত শূন্যতা দেখছ?
কোথায় দেখা যায় সম্পদ?
কোথায় তোমার কামাই?
এই যে পরপুরুষ, পরনারীতে প্রেম ভালোবাসা
এই যে পরের অর্থে লোভ লালসা
পর-সম্পত্তি আত্মসাতের ইচ্ছা
আর ক্রমাগত রিপুর কাছে নত মাথা
কি করছি কামাই?
আদতে কতটুকু কামাই আর কতখানি খোয়াই?
খালি হাতে আসি আমরা খালি হাতে যাই,
আর জীবন পথের প্রতিটা বাঁকে
কুড়িয়ে কুড়িয়ে পাপ কামাই,
এবার একটু থামি
একটু পেছন ফিরে দেখি
কতটুকু কামাতে গিয়ে কতটুকু হলো খোয়াই!
ঐ যে পড়ে আছি আমি
নিথর নীরব
সারাটা জীবন ছিলাম কামাইয়ে কামাইয়ে সরব,
তোমরা দয়া করলে তবেই না মাটি!
আচ্ছা! আজ ছোট্ট একটা ঘর কামাই হবে তো?
মাটির ঘর!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন