পুড়ছে মাটি অনলে আকার নিতে
কিছু হাড়ি, কিছু পুতুল
কিছু আসবাব পত্রের রূপ দিতে।
পুড়ছে লোহা অনলে তরল হতে
আবার কঠিন হয়ে গড়ছে ইমারত
মাথা গোজার ঠাঁই দিতে।
পুড়ছে বন দাউ দাউ করে
ইটভাটা ওয়ালাদের কয়লার বদলে
নোংরা লোভের অনলে।
পুড়ছে দেহ কামনার আগুনে
নিশি জাগা অপেক্ষার রাতে
তোমায় ভেবে ভেবে।
পুড়ছে হ্রদয় অনলে
দাউ দাউ জ্বলছে আগুন হয়ে
ভালোবাসাটুকু সামলে ধরে।
পুড়ছি আমি প্রতিদিন প্রতিক্ষণ
একটু একটু করে
তোমায় ভালোবেসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন