মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১২

নস্টালজিয়া



নস্টালজিয়া




ইদানীং আমার জানি কি এক রোগ বাসা বেধেছে
মনের ঘরে কিংবা হয়তো ছড়িয়ে পড়েছে সারা গাঁয়ে;
এখন আমার সারাক্ষণ তোর কথা মনে পড়ে
নস্টালজিয়া হয়তো বেধেছে বাসা মনের ঘরে
স্মৃতিগুলো বড্ড যন্ত্রণা করে ইদানীং কালে
সেই কত দিন হয়ে গেছে তোর থেকে দূরে সরে গিয়েছিলেম
তোকে সুখী দেখব বলে, বাস্তবতার কঠিন বেড়াজালে পড়ে
আসলে কি তুই সুখী হতে পেরেছিলি?
বড্ড জানতে ইচ্ছে করে, আজ এই শেষ-বেলায় এসে।

তোর কি মনে আছে সেদিন গুলোর কথা
কতই না হাসি ঠাট্টায় কেটে যেত আমাদের সারা বেলা
একে অপরের সাথে লেগে থাকতাম গাঁয়ে গাঁয়ে
আমাদের মাঝে বিচ্ছেদের ছিল না কোন বেলা
তোর কি সেই দিনগুলোর কথা তেমনি ভাবে মনে পড়ে?
আমার মতন করে!! বড্ড জানতে ইচ্ছে করে আজ
নস্টালজিয়ার ঘোরে।

মনে আছে তোর হাতের কঙ্কণ বাজত ঝন ঝন করে
আমি তোর দুহাত ধরে ঝাঁকাতে থাকতাম
কঙ্কণের সুমধুর বাজনার তালে তালে তোকে
মিঠে যন্ত্রণা দেবার ছলে যা তুই চাইতি মনে মনে
তুই কি এখনো হাতে কঙ্কণ পরিস?
খুব জানতে ইচ্ছে করে।

মনে আছে তোর? বৃষ্টির এলেই তুই দৌড়ে চলে যেতি ছাঁদের ওপর
নূপুর পায়ে রিনঝিন শব্দ করে ধেই ধেই নেচে যেতি আপনমনে
কি অবলীলায় শ্যাওলা পড়া সারাটা পিছল ছাঁদ জুড়ে
তোকে থামাতে গিয়ে আমি কতবার পড়ে গেছি পিছল খেয়ে।

তোকে বুকে জড়িয়ে ধরে আদর করতাম তোর চিবুকের লাল তিলটিকে
তোর টোল পড়া গালে হাসি দেখতে খুনসুটি করতেম ভালোবেসে
কত চাঁদনি রাতে খোলা ছাঁদের নীচে শুয়ে জ্যোৎস্না মেখেছি সারা গাঁয়ে
অমাবস্যায় তাঁরাদের সাথে কথা বলতি তুই আমার বুকে মাথা রেখে।

এখন তুই মাথা রাখিস কার বুকে?
কে তোকে আদর করে হাত বুলিয়ে দেয় সারা গাঁয়ে
তোর টোল ফেলা গাল দেখে কার মুখ ভরে ওঠে খুশিতে
তোর চিবুকের লাল তিলে কে চুমু খায় ভালোবেসে?

আজ আমার বড্ড জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে তোর কথা
হায় কত দিন হয়ে গেছে দেখি না তোরে
তবুও সবকিছু গেঁথে আছে আমার স্মৃতিগুলোতে
সবকিছু যেন আগের মতন করে, ছবি হয়ে ভাসে
শুধু তুই নেই কোথাও আমার আশেপাশে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন