শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

তর লাইজ্ঞা ভালোবাসার সন্দেশা



তর লাইজ্ঞা ভালোবাসার সন্দেশা

অচিন পক্ষীর লাহান ডাক দেস কেন গো দূর থাইকা, আমার শত জনমের চিনা পক্ষী
রাইতের বেলায় ডাক দেস আন্ধার নামার পড়ে, যেন তরে দেখবার না পারি
দিনের বেলায় কই উধাও হইয়া থাকস, যখন চক্ষু মেইলা তরে খুঁজি
টুকপলান্তি খেইলা যাইতাছস, আমারে কষ্ট দিতে বুঝি অনেক মজা লাগে?

অচিন দেশ থাইকা কহন জানি আইসা ভুল কইরা বসছিলি আমার দুয়ারের পরে
তরে দেইক্ষাই কেন জানি হেইদিন কু ডাক দিসাল আমার মনে, ভালবাসার কু-ডাক
আমি ডরাইয়া গেছিলাম ভরা রৈদের তাতান দুপুরে তরে দেখবার পরে
মনে মনে বুইজ্ঝা গেসিলাম কপাল বুঝি পুড়ছে আমার তর নহল যৌবনের ভালোবাসার তরে।

ঠেইল্লা ফালাইয়া দিতে চাইছি কত কইরা তরে, মনের ভিতর থাইকা
তাও বার বার উঁকি দিছস আমার চিলেকোঠায় আইসা, মনের ঘরে পাড়া দিয়া ভালোবাইসা
নারীর ভালোবাসা ছলনা না অইন্য কিছু হেইদিনও বুঝবার পারি নাই, আইজকাও পারি না
মনডারে কাইট্টা নুনের ছিটা দিয়া গেছস ফালাইয়া, অখন যে তরে ভুলবারও পারি না।

আইজকা তুই পলাইছস আমার ডরে বিয়া কইরা কোন বড়লোক ভাতারের ঘরে
তর নতুন বিয়া করা ভাতার বুঝি আমার লাহান ভালোবাসে অহন তরে?
ঠেলা বুঝবি হেইদিন, যেইদিন লাত্থি গুতা খাবি আর উষ্টা মাইরা খেদাইয়া দিব তরে
আমার লগে যেমুন খেলা খেলতি, হেইরম খেলতে গিয়া উনিশ থাইক্কা বিশ দেখলে পরে।

অহন আমার রাইত আর দিন কাটে না, অপেক্ষায় রাস্তার দিকে চাইয়া থাকে আমার চাতকের পরান
যদি আবার ফিরা আহস আমার কাছে ভুল কইরা? আমি গুটাইয়া বইয়া থাকি শামুকের লাহান;
কাউরে ঢুকতে দেই না আর মনের মইধ্যে আইজ, পথ চাইয়া বইয়া আছি তরই আশায় দুয়ার খুইল্লা
অহনো যদি ফিরা আহস আমার কাছে, আমি কিন্তু ভালোবাইসা আপন কইরা লমু তরে সব ভুইল্লা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন