রবিবার, ৭ এপ্রিল, ২০১৩

ভিন্ন দু পথ, ভিন্ন জীবন

ভিন্ন দু পথ, ভিন্ন জীবন
- যাযাবর জীবন

ভিন্ন ধাঁচের জীবন আমার
নদীর জলের মত
এখান ওখান ভেসে বেড়াই
কচুরিপানার মত
অন্য রকম জীবন তোমার
সংসার দায়ে বাঁধা
হাঁড়িকুঁড়ি স্বামীর পায়ে
শেকল তোমার আঁটা।

মনের ধাঁচে দুজনেরই মনটা থাকে বাধা
একের জন্য অন্য জনার নিয়তি আজ কাঁদা।

এক নদীতে ভাসিয়ে নৌকো দুজন আজ দুদিক
ভিন্ন হতেই দোষী হলো নদীর জোয়ার ভাটা
একই পথে রওয়ান দিয়েও ভিন্ন হলো পথ
তোমার বাঁধন সংসারেতে আমার পথ হাটা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন