সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

নিন্দিত নরক


নিন্দিত নরক
- যাযাবর জীবন

ভাবনার সহস্র জ্বালামুখ
আজ টুঁটি চাপা সংকীর্ণ
চেতনারা চেপে বসে বুকের ওপর
গ্রাস করছে এক বিষণ্ণ গহ্বর;
চিন্তা ভাবনার রংধনু কথন
স্তব্ধ হয়ে নিস্তব্ধ অবহেলায়
ক্ষয়িষ্ণু কাগজ টুকরো টুকরো
ভাঙ্গা পেন্সিলের শীষে
এলোমেলো রঙ ছড়িয়ে আছে
বিচ্ছিন্ন ভাবে সাদা ক্যানভাসে
বিচ্ছিন্ন কথার ফুলঝুরি
আজ তিমির নিস্তব্ধতায়
নিজেরই বেঁছে নেয়া
নিন্দিত নরক জ্বালায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন