মাটির গরম
- যাযাবর জীবন
দুপুর রোদে অস্থির গরম
অস্থির অস্থির জীবন যাপন
কি যে করি
কি যে করি?
আকাশের দিকে চাইতে পারি না
মেঘের ছাতা কোথাও দেখি না
সূর্যের তাপে চামড়া জ্বলে
চর্বি যেন গলে পড়ে
অস্থির অস্থির জীবন যাপন
সামনের দিন যে আরো গরম
কিভাবে কাটবে?
ভেবে মরি।
আজকের দিন
তাও তো ভালো
বাতাস আছে মাটির ওপর
মাটির ওপর আছে আলো;
সামনের দিন যে আরো খারাপ
মন দিয়ে তুই একটুকু ভাব
হে মূর্খ মানব।
উপরে মাটি নিচে মাটি
ডাইনে মাটি বামে মাটি
সাড়ে তিন হাত ছোট্ট ঘর;
মাটির চাপ
মাটির তাপ
মাটির ঘর অন্ধকার
আলো নাইরে
নাই বাতাস।
মাটির গরম সইতে পারবি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন