সোমবার, ১১ আগস্ট, ২০১৪

স্বামী সোহাগী


স্বামী সোহাগী
- যাযাবর জীবন

বড্ড হারিয়ে যাবার ইচ্ছে ছিল তোর, আমাতেই;
পা কোথায়?
কোথায় নূপুর?
বিছানায় জড়াজড়ি প্রেমের পূজারী
তুই আর আমি
আদিম পুরুষ
আদিম নারী।

রমণের শীৎকার তুঙ্গে তোর মুখ থেকে ছিটকে বেরিয়ে আসলো
তোরই স্বামীর নাম,
আমার বোধোদয়ের ঘুম ভাংলো
সাথে সাথেই ঘুমিয়ে পড়লো অর্ধভুক্ত হিংস্র বাঘ;
'কি হলো'? বলে চিৎকার করে উঠলি তুই;
নিশ্চুপ আমি তোর খালি পায়ে নূপুর পড়িয়েছিলাম
অভিমানের ঝমঝম শব্দে পথ ফিরেছিল তোর সংসার;
রমণ প্রেমের তরে
শীৎকার স্বামীর ঘরে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন