রবিবার, ৮ মার্চ, ২০১৫

আমি কোথায়?



আমি কোথায়?
- যাযাবর জীবন

আজ পুরনো কান্নাগুলোকে জমা করতেই
আজলা ভরা তুই;
আজ পুরনো ভালোবাসাগুলোকে খুলে দেখতেই
তোর গায়ের গন্ধ;
আজ পুরনো স্মৃতিগুলোকে রাবার ঘসতেই
তোর চেহারা;
আজ পুরনো কবিতার খাতাগুলোতে চোখ বুলোতেই
পুরোটা জুড়ে তুই;

আমার মাঝে কোথাও আমাকে খুঁজে পেলাম না।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন