রবিবার, ১২ এপ্রিল, ২০১৫

ইচ্ছেগুলো


ইচ্ছেগুলো
- যাযাবর জীবন


ইচ্ছেগুলোকে বাঁধ দেয়া যায় না
কত রকম ইচ্ছে যে মনপুকুরে সাঁতার কাটে!
সম্ভব আর অসম্ভব ইচ্ছের বাস মনের ঘাটে
মাছেরও তো মাঝে মাঝে স্নান করতে ইচ্ছে করে!

আমি মাঝে মাঝে লিখে ফেলি
মনের কথা
আমি মাঝে মাঝে এঁকে ফেলি
মনের ব্যথা
আমারও তো প্রেম করতে ইচ্ছে করে!

আমি লিখি না
কলম লিখে
মনের যত হিবিজিবি ইচ্ছেগুলোর কথা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন