বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫

বদল



বদল
- যাযাবর জীবন

সময় বদলায়
বদলায় মানুষ অবয়বে,
বদলায় কি মানুষ ভেতর থেকে?

সময়ের সাথে বদলায় চেহারা
কালো থেকে সাদা হয় দাঁড়ি
ঘন থেকে পাতলা হতে হতে পড়ে যায় চুলগুলো সব নিয়ে আড়ি,
টান টান চামড়ায় বয়সের ভাঁজ পড়ে
কালে কালে কুঁচকে রূপ নেয় থুরথুরে
পড়ে যায় দাঁত সহসাই টুপ করে
কখনোবা ঝুলে থাকে মাড়িতে নড়বড়ে
বদলায় মানুষের অবয়ব শুধুই বাইরে
বদলায় কি মানুষ, চরিত্রে ভেতরে?

সম্পর্ক বদলায়
বদলায় চারিপাশের চরিত্রগুলো স্বার্থে,
বদলায় কি মানুষ ভেতর থেকে?

সময়ের সাথে বদলায় সম্পর্কের ধরণ
সাদা থেকে কালো হয় শুধুই স্বার্থের কারণ,
সময়ের সাথে সাথে মূল্য বাড়ে টাকার
পারে না মানুষ তার লোভী চেহারা ঢাকার
লোভীদের পাল্লা এ জগতে নির্লোভীদের থেকে ভারী
স্বার্থ গুলো সব মধুর সম্পর্কে টানে আড়ি
লোভের ফাঁদে মানুষ যখন হয় শয়তান
কে তখন বাবা-মা, ভাই-বোন; কে'বা সন্তান
বদলায় সম্পর্ক সময়ের সাথে সাথে
স্বার্থ যেখানেই থাবা গেঁড়ে বসে থাকে।

সময়ের সাথে সাথে বদলায় মানুষের বাইরের রূপ
স্বার্থের আঁচড়ে বদলে দেয় মানুষকেই আমূল
বদলায় মানুষের বাইরের অবয়ব কালের স্রোতে
মানুষই বদলে যায় স্বার্থের নৌকোয় চাপলে, ভেতর থেকে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন