স্মৃতি
- যাযাবর জীবন
খুব অল্প কিছু দিন,
কখনো সপ্তাহে এক আধটা দিন
কিংবা কখনো বা মাসে এক আধ বার
তোর সাথে কাটানো মধুর সময়গুলো;
তাও তো হয়ে গেছে অনেক দিন
কিংবা অনেক মাস
বছর
নাহ আসলে পার হয়ে গেছে যুগ,
কিন্তু এখনো মনে হয় এই তো মাত্র কটা দিন
দেখা হয় নি তোর সাথে;
অল্প কিছু স্মৃতি
খুব অল্প কিছু দিনের
দগদগে তাজা এখনো মনে
কাটানো অল্প কটা দিন তোর সনে;
তোর সঙ্গ তখন হাসাতো, মন ভালো রাখতো
আজ কাঁদায়, স্মৃতি হয়ে;
এখন মাঝে মাঝে ভাবি
যদি আরো বেশী সময় কাটানোর সুযোগ হতো তোর সাথে
তবে হয়তো আরো কিছু বেশী স্মৃতি আঁচর কাটতো মনের মাঝে,
এখন প্রতিদিন মনে রবার ঘষে ঘষে
তোর স্মৃতিগুলো মুছতে মুছতে ক্লান্ত হয়ে যাই মাঝে মাঝে;
প্রেমের স্মৃতিগুলো শুধুই কাঁদায়
দহনে মিশে,
প্রেমিকের স্মৃতি থাকতে নেই
ভালোবেসে, ভালোবেসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন