সহজ সমীকরণ
- যাযাবর জীবন
তোর সবটাতেই বেশি বেশি
একটু? নাহ, অনেক বেশি;
তোর ফলোয়ার প্রায় ত্রিশ হাজার ছাড়িয়েছে
বন্ধু হাজার তিনেক
প্রেমিক! তাও তো শ তিনেক হবেই,
ম্যানেজ করিস কিভাবে?
আমার শুধু তো'তেই চলে,
তো'তেই শুরু
তো'তেই সমাপ্তি;
একজন'কে দিয়েই তো পার হয়ে গেলো পুরো একটা জীবন
আমার ভালোবাসার সহজ সমীকরণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন