বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭

মতান্তরে বন্ধুত্ব


মতান্তরে বন্ধুত্ব
- যাযাবর জীবন

লিঙ্গান্তরে মতান্তর
বন্ধুত্বের ধর্ষণ দেখি হরহামেশাই;

বন্ধুত্বে প্রেমের ভুত চাপলে
বোধের গাছ মাটিতে
বন্ধুত্ব টিকে কিসে?
বোবা চোখে ভাঙন দেখে যাই;

তোর আগমনেই বিদায় নিয়েছিল বন্ধুত্ব,
হে প্রেম!
বন্ধু কোথায় পাই?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন