সম্পর্কের শব
- যাযাবর জীবন
ইট গাঁথতে দেখেছিস কখনো?
সম্পর্ক গাঁথতে হয়;
বিশ্বাসের ওপর বিশ্বাস চাপিয়ে
মমতার সাথে মমতা মিশিয়ে
আর ভালোবাসা?
সে তো সিমেন্ট বালুর মিশ্রণরে বোকা,
কি? সেখানেই গলদ?
যাহ্! তা হলে তো আর ইমারতই হলো না;
কেও খুব তাড়াহুড়ো করে সম্পর্ক গাঁথতে চায়
বন্ধুত্ব থেকে ভালোবাসায়,
একবার দেখেও না বুকের জমিন সম্পর্ক গাঁথার উপযুক্ত কি না।
আরে! আরে!
জলের মাঝে কি ইট গাঁথা যায়?
জোড় করে ধরে রাখতে গিয়ে সম্পর্ক হারায়
বোধোদয়ে জ্বলন অক্ষম নিরাশায়;
ঘৃণার মিশ্রণে সেই কবেই তো ভালোবাসা ধুয়ে গেছে
এখন শুধু ধ্বসে পড়ার অপেক্ষায়,
ভাঙা সম্পর্কের টুকরো টুকরো ইটগুলো;
কোথায় জানি রাত ভিজছে চুইয়ে পড়া লবণে
আমি সম্পর্কের শব দেখি ভাবলেশ চেয়ে;
খুব বেশী তাড়াহুড়ো কি দরকার ছিল?
সম্পর্ক গড়া কিংবা ভাঙায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন