মন চুপ
- যাযাবর জীবন
আজ চাঁদের রাত
চারিদিক সুনসান নিশ্চুপ
আজ মন ভাবাবেগ
আজ পাখিগুলোও চুপ
সারাদিন সূর্য ছিল বড্ড তেতে
ধুলো বালি রাস্তা
গাড়ির প্যাঁ পোঁ হর্ন
দিনমান কোলাহল
গুমোট গরম
অস্থির বিকেলের অপেক্ষা ছিল সন্ধ্যে নামার
তারপর ধাঁই করে নিভে গেলো সূর্য বাতি
ডানা মুড়ে ঘরঘুমে পাখপাখালি
চাঁদের টর্চ আকাশে জ্বলে উঠতেই সব চুপ
সুনসান চারিদিক একদম নিশ্চুপ
আর কোন কথা নয় আজ রাতে
নয় কোন কবিতার আলাপন
রংতুলি না হয় তোলা থাকুক মনের ভাঁজে
সাদা ইজেলে আজ দেখব তোর মুখ
আজ চাঁদের রাত
আজ মন চুপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন