তুই ছাড়া মন
- যাযাবর জীবন
অন্ধকার কোথায়?
কোথায় আলো?
মনে সূর্য থাকে, চাঁদও তো থাকে
দিন আছে, রাতও তো আছে
জাগরণে কিংবা ঘুমে
আমি কোথাও নেই, আছে মন,মনে;
বোবা চোখ দেখেই যায়
অনুভব শুধুই মনে
আমি কিছু চাই বা না চাই,মন চায়
সব চাওয়া মনই চায়;
কি করব এই মন নিয়ে?
তুই ছাড়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন