সোমবার, ১১ জুন, ২০১৮

আয়না জীবন



আয়না জীবন
- যাযাবর জীবন


মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াই
ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখি
মাঝে মাঝে অন্ধকারে
মাঝে মাঝে আলো জ্বেলে
কখনো নিজেকে খুলে খুলে

বড্ড ওচেনা আয়নার ঐ লোকটা
বড্ড বেশী অচেনা
মানুষ চিনবে কি করে? আমি নিজেই ওকে চিনি না;

মাঝে মাঝে আমি হো হো করে হাসি
যখনই আয়নায় চোখ পড়ে দেখি লোকটা ঝরঝর কাঁদছে
বাস্তব জীবনে মাঝে মাঝে আমার বড্ড মন খারাপ লাগে
অথচ অনুভূতি ছাপ ফেলে না আয়না জীবনে,
মাঝে মাঝে যখন এ ও ভালোবাসার কথা বলে
আমার চোখ কেন জানি পাথর বনে যায়
অথচ আয়নার দিকে চোখ পড়লেই বড্ড বেশী ঝাপসা দেখি
কাঁচে বোধহয় আর্দ্রতা খুব বেশী
আমার আবার অনুভূতি আছে কি?

আমার এক একবার খুব ইচ্ছে
আয়নার ভেতরে ঢুকে পড়তে
আমা থেকে ও জীবনটা বড্ড অন্যরকম
ওখানে হাসলে কেও দেখার নেই
কাঁদলে কেও নেই চোখ মোছার
ভালোবাসলে কেও নেই আপন করে নেবার
ওখানে কেও বসে নেই ভালোবাসায় দুঃখ দেবার
একবার ওখানে ঢুকতে পারলে আর ফিরব না আয়নার এপাশে
আমায় খোঁজার কেও নেই আয়নার এপাশে কিংবা ওপাশে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন