কফি-চুমু
- যাযাবর জীবন
কত কিছুই না খাওয়াস তুই!
সকালে রুটি পরোটা ভাজি ডিম
কর্ণফ্লেক্স ওটস দই,
দুপুরে ডাল ভাত মাছ মাংস
তরি তরকারি নানাবিধ সবজি,
রাতে পোলাও কোর্মা
মোগলাই বিরিয়ানি আরও কত কি!
সবই তোর মেইন ডিশ
না থাকে ষ্টার্টার না থাকে ডেজার্ট,
ডেজার্টের কথা বললেই প্লেটে কি সব ছাইপাঁশ হাবিজাবি
মিঠাই মণ্ডা দই পিঠা আরও কত কি!
ধ্যুর! এগুলো ডেজার্ট হলো?
কখনো বলেছি তোকে চুমুতে আমার আপত্তি!
ষ্টার্টার কিংবা ডেজার্টে;
চুমু ভিজিয়ে
কফির কাপে;
ধ্যাত! বড্ড ডাকাত তুই,
ইশশ! দিলি তো ঠোঁটটা ভিজিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন