অসীম সীমিত
- যাযাবর জীবন
দিন থেকে একটু সরে রাত
সূর্য ঢেকে রাখে চাঁদ
আলোর খুব কাছে অন্ধকার
মাঝে সন্ধ্যার হাহাকার
ভালোবাসার উল্টো পাশেই ঘৃণার বাস
ঈর্ষায় প্রেমের সর্বনাশ
জীবন আর মৃত্যুর ফারাক কত?
কেন অহংকার আর দাম্ভিকতা এত এত?
ক্ষুধার সীমা নেই, পেটের ও চোখের
অথচ পেটে আঁটে কতটুকু?
সীমা নেই লোভের, স্বার্থের
সম্পর্ক? সে আবার কি!
সীমা নেই ভালোবাসা কিংবা ঘৃণার
অথচ একটু জড়িয়ে ধরা, একটি চুমু
ভালোবাসার এক পৃথিবী;
চাহিদা অসীম
অথচ সীমিত জীবন রেখা
চোখ খুলে রাখা আর ঘুমিয়ে যাওয়া, চিরনিদ্রায়;
তাহলে কেন বিভাজন?
কেনই অহংকার আর দাম্ভিকতা?
সুন্দর জীবন? একটু সহনশীলতা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন