বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

হৃদয় বাড়ি



হৃদয় বাড়ি
- যাযাবর জীবন


হৃদয় এক বিশাল বাড়ি
চারটি ঘর, চার দরজা
প্রতি ঘরেই চাবি আছে
কোথাও নেই তালা,
পুরো বাড়িটাতেই তোর বাস
ভালোবাসায় একলা,

একদিন কোন একটি চাবি কাজ না করলেই
ঘুমিয়ে যাবে বাড়ি
চারিদিক সুনসান নিস্তব্ধতা
আর বাকি দরজাগুলোতে লাগবে তালা,
সেদিন তুই মুক্ত
ভালোবাসাহীন একলা।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন