শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯

নানা রকম সম্পর্ক





নানা রকম সম্পর্ক
- যাযাবর জীবন


সম্পর্কগুলো বড্ড অদ্ভুত,
নানা রঙের সম্পর্ক
নানা রকম সম্পর্ক;

কিছু সম্পর্ক রক্তের
কিছু বন্ধুত্বের
কিছু ভালোবাসার
কিছু টাকার
কিছু সম্পর্ক শুধুমাত্র নামে,
তবে সব সম্পর্কেই জড়িয়ে আছে কোন না কোন স্বার্থ;

কোন কোন সম্পর্কে ভালোবাসা আছে, কোন কোন সম্পর্কে বন্ধন
কোন কোন সম্পর্কে অনুভূতি কাজ করে, কোন কোন সম্পর্ক জগদ্দল
সম্পর্কগুলো হাসায়, কাঁদায়
সম্পর্কগুলো ভালোবাসায় ভাসায়, ক্ষরণে ডোবায়
নানা রকম সম্পর্ক;

যে কোন সম্পর্কেই দুজনায় যদি মিলে যায়, তবে স্বর্গ
আর নয়তো ধ্বংস;

তোর আর আমার সম্পর্কে ভালোবাসা আছে, বন্ধন নেই
তোর আর আমার সম্পর্কে অনুভূতি আছে, স্পর্শ নেই
তোর আর আমার সম্পর্কে অনুভব আছে, আমরা কেও কারো কাছে নেই
তোর আর আমার মাঝে দূরত্ব অনেক অথচ সম্পর্কের শেকড় অনেক গভীর
তোর আর আমার মাঝে একটা সম্পর্ক তো আছেই অথচ কোন নাম নেই;

আচ্ছা!
তোর আর আমার সম্পর্কের কি নাম দেয়া যায় বলতো?







সময় কোথায়?



সময় কোথায়?
- যাযাবর জীবন


কেন রে তুই রাত পাঠালি আমার শহরে?
তুই তো ঠিকই নীল দেখছিস তোর শহরে, দুপুর রোদে;

আমারও যে বড্ড নীল দেখতে ইচ্ছে করে তোর সাথে!
আমারও যে নীলে ভাসতে ইচ্ছে করে তোকে নিয়ে!
আমারও তো তোকে দেখতে ইচ্ছে করে দুপুর হয়ে
আমার যে তোকে বড্ড ভালোবাসতে ইচ্ছে করে, ভালোবাসায় ডুবে;

একদিন যখন তোর শহরে রাত নামবে
একদিন যখন তোর জানালায় চাঁদ উঠবে
একদিন যখন আমার শহর রোদে ভাসবে
একদিন যখন আমার শহরে নীল আসবে
দেখিস, আমি ঠিক তখন পৌঁছে যাব তোর কাছে, জ্যোৎস্না ডানায়;

এক সময় না এক সময় দূরত্ব পারি দিতে হয় ভালোবাসায়,
স্থানের ও মনের;

আজ বড্ড মন কেমন করছে তোর পাঠানো রাতে
আজ অন্ধকারে বড্ড বেশী কালো দিয়ে ফেলেছিস, আমার নির্ঘুম চোখে
আজ কেন জানি খুব বেশী দেখতে ইচ্ছে করছে তোকে;
জীবন অতটা সময় দেবে কি একবার তোর কাছে যেতে?





হিম হিম শীত রাত



হিম হিম শীত রাত
- যাযাবর জীবন


হিম হিম শীত রাত
গায়ে চাদর প্যাঁচানো
ওম ওম কোমল উলেন চাদর;

আচ্ছা!
তোর কি সেই রাতটার কথা মনে আছে?
সেই প্রথম রাতটার কথা!

সেটাও তো কোন এক শীতের রাতই ছিলো,
হিম হিম শীতার্ত রাত,
সে রাতে গায়ে চাদর ছিলো না কোনো;
এক মগ কফিতে অনেকটা সময় পাড় করে দিয়েছিলাম আমরা, সহজ হতে গিয়ে
তারপর আরো এক মগ গরম চায়ে আরেকটু সময়
এবার তুই বেশ সহজ হয়ে গিয়েছিলি, খানিকটা সহজ আমি
প্রকৃতিতে শীত শীত ভাব থাকলেও হাতে কাপের গরম
মনে ওম ওম,
কাপের গরম?
কি জানি! হয়তো মনের;

তারপর আরো কিছু সময় টুকটাকের পর বললি আরেক কাপ কফি হলে কেমন হয়?
ধোঁয়া ওঠা কফির কাপে বাষ্পীভূত হচ্ছিলো সময়
বাষ্পীভূত মন
চা কফি থেকে ঠোঁটে ছোঁয়া পেতে তিন কাপ,
তারপর আর শীত লাগে নি আমাদের কারোরই;

ভোর বেলায় তোর প্যাঁচানো বাহুর ওমে একবার চোখ মেলেছিলাম
তারপর আবার ওম ওম ঘুম,

সেটাও এক শীত রাত ছিলো
সারারাত গায়ে প্যাঁচানো ছিলি তুই
আর ওম ওম কোমল ঘুম।




ছোপ ছোপ অন্ধকার



ছোপ ছোপ অন্ধকার
- যাযাবর জীবন


ছোপ ছোপ কিছু কালো ঝুলে থাকে রাতের অন্ধকারে
কিছু কালো মনে,
মন কোথায়?
সে তো কবেই হারিয়ে গিয়েছে তো'তে;

ভালোবাসায় অনেক না বলা কথা ছড়িয়ে ছিটিয়ে থাকে
যে ভালোবাসে সেই বোঝে
প্রেমিকের কথোপকথন চলে প্রেমিকার সাথে
একা একা মনে মনে
নির্ঘুম চোখে
ছোপ ছোপ কালো অন্ধকারে সারারাত ধরে;

কিছু ঘুম আসুক রাতের চোখে
ছিটে ফোঁটা কিছু আসুক না হয় আমার চোখে,
ঘুম তো সেই কবেই হারিয়েছি তো'তে
ছোপ ছোপ ভালোবাসায়, রাতের ঝুলন্ত কালো অন্ধকারে;

আমার সাথে কোন একরাতে ঝুলবি নাকি?
নির্ঘুম ভালোবাসার ঝুলে।