শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯

নানা রকম সম্পর্ক





নানা রকম সম্পর্ক
- যাযাবর জীবন


সম্পর্কগুলো বড্ড অদ্ভুত,
নানা রঙের সম্পর্ক
নানা রকম সম্পর্ক;

কিছু সম্পর্ক রক্তের
কিছু বন্ধুত্বের
কিছু ভালোবাসার
কিছু টাকার
কিছু সম্পর্ক শুধুমাত্র নামে,
তবে সব সম্পর্কেই জড়িয়ে আছে কোন না কোন স্বার্থ;

কোন কোন সম্পর্কে ভালোবাসা আছে, কোন কোন সম্পর্কে বন্ধন
কোন কোন সম্পর্কে অনুভূতি কাজ করে, কোন কোন সম্পর্ক জগদ্দল
সম্পর্কগুলো হাসায়, কাঁদায়
সম্পর্কগুলো ভালোবাসায় ভাসায়, ক্ষরণে ডোবায়
নানা রকম সম্পর্ক;

যে কোন সম্পর্কেই দুজনায় যদি মিলে যায়, তবে স্বর্গ
আর নয়তো ধ্বংস;

তোর আর আমার সম্পর্কে ভালোবাসা আছে, বন্ধন নেই
তোর আর আমার সম্পর্কে অনুভূতি আছে, স্পর্শ নেই
তোর আর আমার সম্পর্কে অনুভব আছে, আমরা কেও কারো কাছে নেই
তোর আর আমার মাঝে দূরত্ব অনেক অথচ সম্পর্কের শেকড় অনেক গভীর
তোর আর আমার মাঝে একটা সম্পর্ক তো আছেই অথচ কোন নাম নেই;

আচ্ছা!
তোর আর আমার সম্পর্কের কি নাম দেয়া যায় বলতো?







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন