রবিবার, ১৬ আগস্ট, ২০২০

ক্ষুধার কাব্য

আজকাল বড্ড শাসনে রাখতে হয় কলম'কে 
একটু ছাড় দিলেই প্রেম লিখা শুরু করে,
অথচ প্রেম’কে ভুলে গিয়েছি আমি সেই কবে!
যেদিন ক্ষুধা নখদন্ত বের করে আঁচর দিয়েছিলো পেটে
সেদিন থেকে আমার কলম ক্ষুধা লিখে ক্ষুধাপেটে, 
অথচ দেখ! কবিরা কি সুন্দর সুন্দর কবিতা লিখে!
চাঁদের সাথে রুটির তুলনা করে
ভরাপেটে আয়েশ করে কাগজে কলমে
অথচ রুটিটা কামাতে হয় আমাকেই যব বুনে বুনে
মাথার ঘাম পায়ে ফেলে, কাজ করে যাই মুখবুজে ক্ষুধাপেটে;

আমার কলমে কি প্রেম লিখলে চলে!
অথচ আকাশে মেঘ দেখলেই মন উড়ে চলে
ঝুমঝুম বৃষ্টি হলেই মন প্রেম বলে
নদীতে সূর্যাস্তে মন ভেসে চলে
নদীতে ভাসতে ও ডুবতে মন প্রেম বলে,
রাতে চাঁদ উঠলেই মন চাঁদে চলে
জ্যোৎস্নায় ভিজতে ভিজতে মন প্রেম বলে
অথচ প্রেম’কে ছুটি দিয়েছি সেই কবে!
এখন শুধুই পেট কথা বলে, ক্ষুধা কথা বলে
ক্ষুধার কি আর প্রেম লিখলে চলে?

কোন একদিন হয়তো আর আকাশের দিকেই তাকাব না
কোন একদিন হয়তো বৃষ্টির ফোঁটায় মন বিরক্ত হবে 
কোন একরাতে হয়তো চাঁদ দেখে খিল দেব জানালায়
কোন একরাতে হয়তো চোখ জ্যোৎস্না দেখে মন অমাবস্যা হবে
কোন একদিন হয়তো মন থেকে আবেগ ধুয়েমুছে যাবে 
কোন একদিন হয়তো ক্ষুধা লিখতে লিখতে প্রেম ভুলে যাব,
সেদিন হয়তো কলমটা কাঁদবে
সেদিন হয়তো খাতাটা সাদা হয়ে রবে
সেদিন হয়তো ভালোবাসা মরে যাবে
আর পড়ে থাকবে আবেগশূন্য কিছু কবিতার শব
আমি চিৎকার করে করে সেদিন বলবো
ক্ষুধাই কাব্য, ক্ষুধাই কবিতা আর ক্ষুধাই আমার সব।


০৬ আগস্ট, ২০২০

#কবিতা  
ক্ষুধার কাব্য
 - যাযাবর জীবন


ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন