সোমবার, ৩০ আগস্ট, ২০১০

অপেক্ষা

আজো তোমার অপেক্ষায়
ভোরের আধো অলোয়
ঘুমের ঘোরেও জেগে উঠি,
মধ্য দুপুরের প্রখড় রোদ্দুরেও
কল্পনায় তোমার ছবি আঁকি
মন খারাপের মেঘলা দুপুরে
অপেক্ষার থাকতে থাকতে
তোমার সাথে মনে মনে কথা বলি।

ক্লান্ত বিকালে আলো আধারিতে
কিংবা কুপি জ্বালা আবছা অন্ধকারে
অথবা রাতের জ্যোৎস্নারো পানে
খুঁজে ফিরি সেই প্রিয় মুখ
আজো অপেক্ষায় প্রহরে ভেসে ওঠে চোঁখে
তোমার সেই বিদায় হাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন