বুধবার, ২৬ জানুয়ারী, ২০১১

নীলস্বপ্ন

স্বপ্ন দেখার প্রহর ছিল যখন জীবনে
তখন ছিলেম আমি গভীর ঘুমে
স্বপ্নগুলো আমার চোখ ছুয়ে দিয়ে
ফাকি দিয়ে চলে গেল
যখন ঘুম এসে চুমেছিল
নিদ্রিত আঁখিতে
আর না দেখা সেই সবপ্নগুলো মোর
আজো অজানাই রয়ে গেল
স্বপ্নেরও স্বপ্ন হয়ে।


হয়তোবা কল্পনার দেখা ওই নীল পরী সব
স্বপ্নের বলাকা হয়ে
হংস বালাকার ডানা ছুয়ে দিয়ে
নীল পরী হয়ে ভেসে চলে
ওই দূর নীলাকাশ পানে
নীল সাগরের পাড় ঘেসে ঘেসে
চোখে তার স্বপ্নেরও মায়াজাল ঘিরে
হয়তোবা সবুজ বনরাশি সব হাতছানি ডাকে
কিংবা ওই দূর তারা দেশের স্বপ্নঘেরা হাতছানি
হাতখানি বাড়িয়ে ধ্রুবতারার পানে
স্বপ্ন ধরবে বলে
স্বপ্নাপ্লুত হাতে।

স্বপ্নে দেখা লাল বেনারসি পড়েনি সে কখনো
রাঙ্গায়নি হাত কভু লাল মেহেদির রঙ্গে
লাল টিপ খানি কখনো ওঠেনি কপালে
লাল ফিতে পেচায়নি চুলে চুলে
শুধু হ্রদয় রক্তাক্ত ছিল তার
ডুবন্ত সূর্যেরও রক্তিম লাল রঙ্গে
নীল বেদনার জ্বালা সয়ে সয়ে
নীল জল ভাসে চোখে নোনা স্বাধ হয়ে।

তবু স্বপ্ন দেখার শেষ নেই তার
নীল বেদনা পিছু ফেলে
নীল আকাশের নীলে ভেসে ভেসে
নীল সাগর জল আরো লোনা করে করে
নীল জ্যোৎস্না ফিকে করে দিয়ে
নীলাঞ্জনা, তুমি আমার প্রতিক্ষায় রবে
নীলাঞ্জনা, তুমি আমার হবে
না দেখা ওই স্বপ্নে মোর
নীলাঞ্জনা,তুমি শুধু আমারই হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন