সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০১১

মহাকাল

কোথা দিয়ে শৈশব গেল
কোথা দিয়ে যৌবনকাল
প্রৌড়ত্বে পা ফেলার আগেই
চলে এল বৃ্দ্ধকাল।

জন্মের দিন ক্ষণ কার মনে আসে?
মরণের হাতছানি চোখে যেন ভাসে।

একটা পূরো জনম কেটে গেল যেন মূহুর্তের কালে
অনেক পূর্ণতায় ভরা কিছু বা অপূর্ণ সাধে
কিছু চাওয়া, কিছু না পাওয়ার হাহাকার
আর কিছু প্রপ্তির অনুভবে।

জীবন কেটে গেল যেন আজ
পলক ফেলতেই
অনেক আকাংখার চিতাগ্নিতে
তবু হতে হয় সমাপ্তি তার
ক্ষণস্থায়ী এই মানব জীবন কালের;
মহাকালের ভীরে হারিয়ে যায়
ক্ষণিক জীবন কাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন