বুধবার, ১১ এপ্রিল, ২০১২

ন মানুষ

আজ একটি ন মানুষ কথা বলি
আজ একটি পাকা অভিনেতার কথা বলি -

মনের কথাগুলো বোঝাতে পারে না তাকে
যখন যা মনে আসে
জিহ্বা আড়ষ্ট হয় বাঁধো বাঁধো ঠেকে
মুখে যদি কথা আসে
বড্ড উচাটন হয় মন তখনই
এদিক ওদিক তারে দেখে যখনই
বড্ড অস্থির লাগে মনের মাঝে ঘুমে কিংবা জাগরণে
যখন হৃদয় ভাঙ্গার আওয়াজ শোনে
অসহায় হয়ে পড়ে পারেনা বলতে দুটি সান্ত্বনার কথা
শুধু মুখ বুজে সয়ে যায় ব্যথা, আসলে সবই যে তার ছলনার কথা।

আজ একটি ন মানুষ কথা বলি
আজ একটি লম্পটের কথা বলি -

সুধাকর ছিল সে যে লূটেছিল সুধাবারী
প্রেমের ভানিতায় চলে স্বার্থের তরবারি
ভাঙ্গা দেহে ছিল তার কলুষিত ভাঙ্গা মন
ছলনার পরিহাসে লুটেছিল তারই মন
লাম্পট্য আর হিংস্র হায়েনার গর্জন
ধিক তারে বারে বারে, মানুষরূপী দুর্জন।

আজ একটি ন মানুষ কথা বলি
আজ একটি বোকা মানুষের কথা বলি -

কখনো মন যে তার হয়নি উদাস
পড়েনিকো জীবনে জীবনানন্দ দাস
তবুও বোকার হদ্দ সে যে আজে বাজে কথা লেখে
কলমের আঁচড়েতে স্বপ্নের কথা লেখে
তুলিতে লাগাতে পারে না রঙ, তবু সে যে ছবি আঁকে
হাবিজাবি কথাগুলোর স্থান হয় তাই আজ ডস্টবিনের ফাঁকে ফাঁকে।

কবি অক্ষয় কুমার কয় -
"কাব্য নয়, চিত্ত নয় প্রতিমূর্তি নয়
ধরণী চাহিছে শুধু - হৃদয়, - হৃদয়"

কবি অক্ষয় কুমার বড়ই ভুল কয়, আমার যা মনে লয় -
"এমন মানুষকে কভু ভালোবাসতে নয়
কবিতা নয় গান নয়, সে যে আসলে মানুষ নয়
ছিল যার একটা শুধু ভাঙ্গা হৃদয়
সে যে আসলে একটি ন মানুষ হয়।"

একটি কারণও নাই তাকে ভালোবাসার
একটিও কারণ ঘটে নাই তাকে মনে রাখার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন