রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

অনর্থ


অনর্থ
- যাযাবর জীবন

অতৃপ্ত উপার্জনের ক্ষুধা মিটে গেলে
কি হারিয়েছিস দেখে নিস একবার, পেছন ফিরে চেয়ে;

অর্থের কি অর্থ আছে?
অনর্থ ঘটে গেলে জীবনে।

দেহ'তো নিত্যই কেনাবেচা হয় জীবিকার প্রয়োজনে,
সম্পর্ক কিনতে পেরেছে কে কবে?
অর্থের বিনিময়ে?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন