অভিমানে যখন গাল ফুলিয়েছিলে
আমি আদর করেছিলেম তোমার গালে
তোমার অভিমান পড়েছিল গলে গলে
রাগে দুঃখে যখন নিজের হাত কামরে ধরতে
আমি পালিয়ে পাশের বাড়ির ছাদে তখন
ফিরে আসি তোমার রাগ প্রশমিত হলে
আদর করে যখন কাছে ডাকতে
আমি কোলে আশ্রয় নিয়েছি তোমার
আদরে আদরে খুনশুটি করব বলে
যখন জীবন সংগ্রামে বিপর্যস্ত ছিলেম
মন মন চালের বোঝা নিয়ে আমি কুলি হয়েছিলেম
তোমাকে না জানিয়ে, শুধু তোমায় দু মুঠো ভাত খাওয়াব বলে
যখন তুমি প্রসব বেদনায় কাতর হয়ে মা মা করছিলে
আমি পাগল হয়ে ছুটোছুটি করছিলেম
গভীর রাতে এম্বুলেন্সের খোজে
যখন আমাদের অনাগত সন্তানটি চিরতরে বোবা হয়ে গিয়েছিল
তুমি একদম ভেংগে পড়েছিলে
একবুক জ্বালা নিয়ে আমি গাছ হয়ে দাঁড়িয়ে ছিলেম তোমার মাথার পরে
বৃস্টির রাতে জখন তুমি জুবুথুবু হয়ে শুয়ে ছিলে
আমি কান্না হয়ে ঝরে পরেছিলেম তোমার ছাদে
রিমঝিম শব্দের তালে তালে তোমাকে ঘুম পারাব বলে
পূর্ণিমার রাতে জানালার ফাকে যখন নিঃশব্দ উদাস তাকিয়ে ছিলে
আমি জোৎস্না হয়ে চুমেছিলাম তোমার চিবুক জুড়ে
তুমি আবেশে ঘুমিয়ে পরেছিলে
অন্ধকার রাতে আমি দূরে সরে গিয়েছিলাম তোমায় ছেড়ে
শুধু হ্রদয়ের ব্যাথাগুলো বুকে নিয়ে
যাতে আমার কস্টগুলো তোমায় ছুতে না পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন