ই-প্রেমপত্র
- যাযাবর জীবন
এই তো মাত্র সেদিনের কথা
বাংলিশে আমাকে লিখা তোর প্রথম প্রেমপত্র;
মনে আছে?
বাংলিশ আমার অপছন্দের জানিয়ে দিতেই তুই ভুল ভাল বানানে
বাংলায় টাইপ করার চেষ্টা চালিয়ে যেতে লাগলি কম্পিউটারের কীবোর্ড ঘষে,
আমি প্রশ্রয়ের হাসি দিয়ে
তোর প্রতিটা ভুল বানান শুধরে দিতাম এক একটা চুমুতে;
সেদিনের ভুল বানানে লিখা চিঠিগুলো বড্ড আপন ছিল
প্রেমের আকুতিগুলো তোর লেখায় ফুটে উঠত;
তারপর ধীরে ধীরে যতই তুই বাংলায় পটু হয়ে উঠতে লাগলি
কমে আসতে লাগলো আমাকে প্রেমপত্র পাঠানো
সাথে সাথে কমে আসতে লাগলো আমার ভুল বের করার ক্ষেত্র;
যখনই তুই বুঝতে পারলি তোর দক্ষ হয়ে ওঠা
তখন চিঠির পরিবর্তে কবিতা বুনতে লাগলি একের পর এক
আর আমার ঠোঁট হারালো তোর লেখাগুলোর ছোঁয়া,
বড্ড মন কেমন করত সে সময়
তোকে বুঝতে দেই নি;
তারপর সময় গড়ানোর সাথে সাথে
পটু হতে হতে আজ তুই বিশাল কবি
ওখানকার পত্রিকাতে নাকি নিয়মিত তোর লেখা ছাপা হয়;
আমার ঘরে অনেক দিন ই-পিয়নের পদচিহ্ন পড়ে নি
কতদিন হয়ে গেছে আমাকে চিঠি পাঠাস নি
তোর ভুল বানানে চুমু খাওয়া প্রায় ভুলেই গেছি;
অনেক বড় লেখিকা হয়ে
কোন একদিন হয়তো আমাকেও ই-অটোগ্রাফ দিবি
ভুলে কিংবা ইচ্ছে করে,
শুদ্ধ বানানে প্রেম পত্রের বদলে;
তোকে বাংলা শেখানো আমার কি ভুল ছিল?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন