নিদ্রাহীন
- যাযাবর জীবন
আমার এখানে যখন প্রাত
তোর ওখানে নামছে রাত
আমার যখন রৌদ্র দুপুর
তোর তখন মধ্যরাত
তুই হয়তো আমার ভাবনায়
জ্যোৎস্না যখন তোর মাথায়
নিদের সাথে আমি না হয় যুদ্ধ খেলায়
তোর ভাবনায় তোর ভাবনায়;
রেলের পাতে জীবন গড়ায়
দু-ভুবনে জীবন খেলায়
তুই হয়তো আমার ভাবনায়
তুই হীনা আমি যাতনায়;
ঘুম হারিয়েছে কবেই আমার
যখন আমাদের মুলুক ভিন্নে
তুই আমার ঘুম ঘুমিয়ে নে
জ্যোৎস্না যখন তোকে চুমে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন