খেলার পাত্র
- যাযাবর জীবন
তুই কি আজ সত্যিই ভালো আছিস আমা থেকে দূরে
সাত সমুদ্দুর তের নদীর ওপারে,
কেন গিয়েছিস ওখানে, কিসের মোহে পরে?
ভালোবাসার ভাইরাস ছড়িয়ে দিয়ে আমার মাঝে;
তুই কিন্তু আজো বেঁচে আছিস আমার মাঝে আগের মত করে,
আমি কি বেঁচে নেই তোর মাঝে? তোর মনের ঘরে;
প্রেমের ছোঁয়াচে ভাইরাস তোকে কি কাবু করে নি একটুও?
আমার মত করে;
আমি জানি তোর দেহের পরতে পরতে এখনো আমার গন্ধ
তোর নিঃশ্বাস আমার চুমুর বিষে আজো হয়ে যায় বন্ধ
আজো তুই চাঁদ দেখিস প্রতি চাঁদনি রাতে, একা একা
আজো তুই বৃষ্টিতে ভিজিস প্রতি বর্ষায়, একা একা
আজো তোর নির্ঘুম রাত কাটে আমায় ভেবে ভেবে
তবুও ভালোবাসা ভাইরাসে আক্রান্ত আমরা দুজন, দু-ভুবনে
নিয়তির খেলার পাত্র হয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন