শনিবার, ৯ জুলাই, ২০১৬

অর্ধইচ্ছের অর্ধমানব



অর্ধইচ্ছের অর্ধমানব
- যাযাবর জীবন

ইচ্ছে করলেই কি আর মন ভালো হয়?
টুকরো টুকরো মন খারাপের ভেঙে যাওয়া সময়
নাকি ইচ্ছে করলেই ভালো থাকা হয়?
যখন মেঘ আর রৌদ্দুরের ভালোবাসা হয়;

ইচ্ছেসময় পার হয়ে যায় ইচ্ছেমতন
ইচ্ছেগুলো স্বপ্ন হয়ে মনেতে তখন
অর্ধমানবের অর্ধেক ভালোবাসা
অর্ধেক প্রেম অর্ধেক অঙ্ক সুদকষা
অর্ধেক কাম অর্ধেক হিসাবের সরলীকরণ
অর্ধমানবের অর্ধেক বেঁচে থাকা অর্ধমরণ;

অর্ধেক প্রেমের অর্ধইচ্ছে তাপাঙ্কের ওপরে
অর্ধেক ভালোবাসার অর্ধইচ্ছে হিমাঙ্কের নীচে
অর্ধমানব অর্ধইচ্ছেতে মরে ও বাঁচে
পূর্ণমানবীর অর্ধজীবন নোনাজলে ভাসে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন