ডাক আসার কথা
- যাযাবর জীবন
ঝড় আসার কথা ছিলো
আসে নি
রোদ এসেছে
গরম এসেছে,
সাগর ফুঁসে ওঠার কথা ছিলো
ওঠে নি
ঢেউ উঠেছে
বাতাস ছুটেছে;
যাদের আসার কথা
তারা আসে না
আসে অন্য কেও,
যাদের ভালোবাসার কথা
তারা বাসে না
বাসে অন্য কেও,
আমি একেও বুঝি না
ওকেও চিনি না
শুধু বুঝতে পারি ভালোবাসা
বুঝতে পারি ঘৃণা;
অনেক অপেক্ষার প্রহর শেষে এখন অপেক্ষায় আছি মাটির ডাকের,
মাটি ভুল করে না
একদিন ডাক দেবেই দেবে
তারপর আপন করে শুইয়ে রাখবে তার বুকে
খুব আদর করে ঘুম পারিয়ে
চিরঘুমে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন