বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

ঢাকা টু চট্টগ্রাম

কু ঝিক ঝিক রেলের চাকায় দম

রেলের কামরায় বন্ধ আমরা ক'জন

হাসি গানে খেলাতে

বন্ধুরা সব বন্ধুর সাথে 

সাঁই সাঁই পাড় হচ্ছে গ্রাম 

আমরা ক'জন ঢাকা টু চট্টগ্রাম;


এরা সব পঁচাশি ব্যাচের

বয়সে পঞ্চাশ তো পেরোলো

কে বলবে এদের দেখে?

বয়স এদের নয় ষোলো! 

হাসি গানে সাঁই সাঁই পাড় হচ্ছে গ্রাম 

এরা যাচ্ছে সবাই মিলে, গন্তব্য চট্টগ্রাম;


ওখানে মিলন মেলা নানা রকম খেলা 

ওখানে একসাথে সবাই একটা পুরো বেলা 

ওখানে আয়োজনে ওরা চট্টগ্রাম বাসি 

এখানে রেলের কামরায় কয়েকজন ঢাকা নিবাসী 

ওখানে অনুষ্ঠান খাওয়া দাওয়া নাচ গান 

এখানে রেলের কামরায় এরা যাচ্ছে চট্টগ্রাম; 


ওখানে পরিচয় হবে এখানকার লোকের

সবাই পঁচাশির, সবাই বাংলাদেশের 

কেউ কেউ দেশের বাইরে, ওরাও যোগ দেবে

সামনাসামনি না পারলেও ভার্চুয়ালে দেখবে 

ওখানে আমরা সবাই চট্টগ্রামের মেহমান

একসাথে মিলেমিশে সবাই যাচ্ছি চট্টগ্রাম। 


১৯ নভেম্বর, ২০২০


#কবিতা 

ঢাকা টু চট্টগ্রাম

 - যাযাবর জীবন 


ছবিঃ নেট থেকে সংগৃহীত। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন