টাকা একটা অদ্ভুত জিনিস
না থাকলে হাহাকার
অতিরিক্ত যার, পাপের হাতছানি তার
চাহিদা সবার;
এই চাহিদাটাও খুব অদ্ভুত
কেউ খুব অল্পতে তুষ্ট
কেউ কোন কিছুতেই নয় সন্তুষ্ট
ক্ষুধা সবার;
ক্ষুধাটাও বড্ড অদ্ভুত
সবার পেটেই লাগে
কেও কম খায় কেউ বেশি
ক্ষুধায় ক্ষুধায় ফারাক;
ফারাক জীবনের স্তরে স্তরে
থাকা আর না থাকায়
চাওয়া ও পাওয়ায়
তুষ্টি ও অতৃপ্তিতে;
অতৃপ্তি একটা ব্যাধি
অতৃপ্তি মানুষের মনে
অতৃপ্ত মন পাপের উৎস
ফারাক মানুষ ও মনুষ্যত্বে;
টাকার পেছনে দৌড় সকলের
অসম রেস চাহিদার
প্রাপ্তিতে সন্তুষ্টি ক'জনার?
চাহিদা ও প্রাপ্তির বিশাল ফারাক।
১৯ নভেম্বর, ২০২০
#কবিতা
স্তরে স্তরে ফারাক
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন