মনের আকাশে কেমন যেন মেঘ জমে আছে
সেই কতদিন ধরে
তুমি অভিমানে চলে যাবার পরে
হ্রদয়ের চারপাশ থেকে কস্টগুলো চেপে ধরে আছে
সেই কবে থেকে পথ চেয়ে বসে আছি তোমার পরে
তুমি ফিরে আসবে বলে।
প্রতিদিন নতুন সূর্য ওঠে নতুন আশা নিয়ে
তুমি আসবে ফিরে
প্রতিদিন সাঝের বেলায় সূর্য ডুবে
চরাচর আঁধার করে দিয়ে আর তোমায়
না পাওয়ার বেদনা নিয়ে।
নতুন চাঁদ আকাশে উকি মারে, প্রতি চন্দ্রমাস আসে
নতুন আশার আলো নিয়ে
আমি প্রতিরাতে তোমার অপেক্ষায় চাঁদের পানে চেয়ে
চাদের বুকে তোমার ছবি দেখি কল্পচোখে
নির্ঘুম রাত কাটে আশাখানি বুকে নিয়ে
তুমি এই এলে বলে।
নিরাশার ভোর হয় তোমার পথ চেয়ে
দু চোখে ঘুম নেমে আসে
আর চোখ বুঁজে স্বপ্নে আঁকি তোমারই প্রতিচ্ছবি
প্রতি ভোরে নতুন সূর্যের সাথে সাথে
প্রতিক্ষায় পথ দেখি
আর মনের দুয়ার খুলে রাখি
তুমি ফিরে আসলে বলে।
জীবন যখন রঙ্গিন ঘুড়ি হয়ে
আকাশেতে ডানা মেলে
আমি চেয়ে দেখি সাদাকালো রূপে
সাদাকালো চোখে
সেখানে যে শুধু তোমার চেহারাই
ভেসে উঠে
আমি প্রতিক্ষার প্রহর গুনি
তুমি ফিরে আসবে বলে।
কল্পলোকে দেখি, তুমি উড়ে চলেছ নীল গগনেতে
আমি ছায়া হয়ে রই তোমারই পাশে পাশে
কিংবা ধুপছায়া হয়ে আপন মনেতে
আর প্রতিক্ষার প্রহর গুনি
তুমি ফিরে আসবে বলে।
যেখানেই থাক তুমি
জেনে রেখ কথাখানি
তুমি আছ মোর আলোর ভুবনে আলোময় রূপে
তুমি রয়ে গেছ মোর আলো হয়ে চোখে
আশার আলো জ্বেলে
কভু ফিরে আসবে বলে।
কি জানি কেন যেন মনে হয়
আলোতে খুঁজে চলেছি তোমায় ভুল করে
তুমি রয়ে গেছ আমার আপন মনের কোনে
অনেক আশার আলো জ্বেলে
কোন একদিন ফিরে আসবে বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন