সে আছে
এখানেই কোথাও আছে
আমার ঠিক পাশেই আছে
একেবারে বুকের মধ্যেখানে।
শুধু দেখি না তারে চোখ মেললে
পাই না তাকে হাত বাড়ালে
তবু জানি সে আছে
আমার খুব কাছে
হ্রদয়েরও মাঝে মিশে।
যেমন আলো থাকে রৌদ্দুরেরই সাথে সাথে
বাতাস খেলা করে পাতার ফাঁকে ফাঁকে
যেমন লোহিতকনিকা খেলা করে রক্তেরও মাঝে
কিংবা লোনা ভাব থাকে অস্রুজলে মিশে।
তেমনি তুমিও আছ আমার নিঃস্বাসে
আমি জানি তুমি আছ আমারই পাশে বসে
আমার বুকের ভিতরেতে
আমাতে আমা হয়ে মিলে মিশে।
শুধু দেখি না তোমায় চোখ মেললে
পাই না তোমায় হাত বাড়ালে
তবুও জানি তুমি আছ আমার খুব কাছে কাছে
আমার হ্রদয়ও মাঝে মিশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন