বেচে আছি আজ দুটি সত্বার ভিরে
আনন্দ ও বিষাদের মিস্রন
কাজ আর অবসাদ এ জীবন যাপন
ভালো মন্দ মিলেই আজ কাটাই জীবন
সাদা আর কালোর কি অপূর্ব বাধন
ইচ্ছে আর অনিচ্ছের ঘুড়ি ওড়ে আকাশে
একসাথে মিলেমিশে, নাচে আমায় ঘিরে ঘিরে
আমি অসহায় চেয়ে দেখি দুটি আলাদা সত্বার বেচে থাকা
একই দেহে, আমাকে ঘিরে।
আমার প্রথম সত্বা বেচে থাকে কাজের মাঝে
কভু আনন্দে কভু বিষাদে
মানুষের মাঝে, মানুষের ভিরে
আমার দ্বিতীয় সত্বা দিন কাটায় একলা
বিষন্ন রাত্রি জেগে
তোমাকেই ভেবে ভেবে
প্রথম সত্বাকে নিয়ে আমার ভাবতে হয় না এতটুকু
জীবন সেখানে বহমান নদীর মত
মদু সমীরণে বাতাস খেলা করে
দিন কেটে যায় দিনের মত করে।
দ্বিতীয় সত্বা যখন প্রথম সত্বার উপর চড়াও হয়
তখন হ্রদয়ে বান ডাকে, চারিদিকে ঝড় ওঠে
আর আমি হারাই বিষাদ মেলায়
শুধু তোমাকেই ভেবে ভেবে।
তুমি জান তুমি সব জান সেই সেদিন থেকে
যখন তোমার, আমার কিংবা আমাদের
দুটি হ্রদয় সত্বা এক হয়ে মিশেছিল অন্ধকারের
ওই তারার মেলায়
জোনাকী আলো জ্বেলেছিল
চাঁদনী আকাশে হেসেছিল
আমাদের প্রেমের খেলায়
আর আমার দুটি সত্বা এক হয়ে মিশে গিয়েছিল
হ্রদয় মেলায়।
তবে আজ কেন আবার দুটি সত্বা নিয়ে বেচে থাকা
এই জীবন খেলায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন