স্বপ্ন দেখতে ভালোবাসি তাই স্বপ্ন দেখে যাই
স্বপ্নেতে বাস করি তাই স্বপ্ন খুঁজে বেড়াই
স্বপ্নতে গান গাই আমি স্বপ্নে তুলি যে সুর
স্বপ্ন দেখে রাত কাটাই হায়
বাস্তব অনেক দূর।
স্বপ্ন দেখার রাত ফুরোলে
সূর্য উঁকি মারে
দুমোঠো দুই চালের খোঁজে
হন্য জীবন হা রে
বাস্তবতার কঠিন জীবন
সংগ্রাম প্রতিক্ষণ
স্বপ্নগুলো চুর চুর হয়
ভেংগে যায় সেই মন।
স্বপ্নেতে তুমি রোজ আসো বলে
জেগে স্বপ্ন দেখি
হাত বাড়ালেই দূরে সরে যাও
স্বপ্ন ভেঙ্গে তাই উঠি।
স্বপ্নে কেন যে এত ভালোবাসাবাসি
সামনে তোমায় দেখে
বাস্তবতার নির্মম ঠেলায়
ভালোবাসা যায় ভেসে।
সোমবার, ২৫ এপ্রিল, ২০১১
শুক্রবার, ২২ এপ্রিল, ২০১১
তুমি ও আমি
তোমার আঙ্গিনার ময়ূর খেলা করে আনমনে
তোমার ছাতিম গাছে ধান শালিখেরা বাসা বাধে নির্ভয়ে
তোমার আকাশে জ্যোৎস্না নেমে আসে আলো হয়ে
তোমারি ছাদে বৃস্টি ঝরে পরে সুর হয়ে...............
আমি অন্ধকারে পড়ে রই
কালো জোস্নার তিমির আঁধারে।
তোমার ছাতিম গাছে ধান শালিখেরা বাসা বাধে নির্ভয়ে
তোমার আকাশে জ্যোৎস্না নেমে আসে আলো হয়ে
তোমারি ছাদে বৃস্টি ঝরে পরে সুর হয়ে...............
আমি অন্ধকারে পড়ে রই
কালো জোস্নার তিমির আঁধারে।
বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১১
অপেক্ষার শুন্যতা
টুকরো টুকরো অনেকগুলো স্মৃতি ভাসে চোখে
চোখ দুটোতে কেন জানি লবন জল আসে
তোমারি কথা মনে হয় শুধু
একটা রাতও কি আমাকে ঘুমাতে দিবে না আমায় তুমি?
ভালোবাসায় শুধুই কি মরন হয় মনের
কিংবা তিল তিল করে প্রতিদিন শুধু অপেক্ষার শুন্যতা?
চোখ দুটোতে কেন জানি লবন জল আসে
তোমারি কথা মনে হয় শুধু
একটা রাতও কি আমাকে ঘুমাতে দিবে না আমায় তুমি?
ভালোবাসায় শুধুই কি মরন হয় মনের
কিংবা তিল তিল করে প্রতিদিন শুধু অপেক্ষার শুন্যতা?
শনিবার, ৯ এপ্রিল, ২০১১
ভাবব না
ভাবব না ভাবব না করেও মনে আসে কত ভাবনা
সামনে এগোই এক পা পেছনে টেনে ধর তুমি
রেখে যেতে চাই মনের কোনেতে কিছু
হতে হতেও কেন জানি হলো না
নুয়ে পড়ে আছে এলোচুল কিছু
মাথার পরেতে যত যাতনা
ভাবব না ভাবব না করেও মনে আসে যত ভাবনা
সামনে যে এগোতে পারি না, পেছনে টেনে ধরা আর না আর না।
সামনে এগোই এক পা পেছনে টেনে ধর তুমি
রেখে যেতে চাই মনের কোনেতে কিছু
হতে হতেও কেন জানি হলো না
নুয়ে পড়ে আছে এলোচুল কিছু
মাথার পরেতে যত যাতনা
ভাবব না ভাবব না করেও মনে আসে যত ভাবনা
সামনে যে এগোতে পারি না, পেছনে টেনে ধরা আর না আর না।
শুক্রবার, ৮ এপ্রিল, ২০১১
চিঠি
তুমি আমায় চিঠি লিখনা হয়ে গেছে সে কতকাল
সময়ের বিবর্তনে আমিও গিয়েছিলেম ভুলে
প্রতিদিন একটি করে হালকা সবুজ কাগজে
কলমের আকিঝুকি,
কোন মানে ছাড়া তোমার হাবিজাবি সব কথা
প্রতিদিনের দিনলিপিগুলি
কাগজের পৃ্স্ঠাভরে হাজার কথামালা
হালকা সবুজ কাগজে, ভরে নীল রঙ এর খামে
ভুল হত না তোমার পাঠাতে প্রতিদিন
একটি করে
মনে পড়ে?
পুরোনো সেই সব চিঠির কথা
আবার যখন মনে করিয়ে দিলে
তুমিও যেন ভুলে যেও না আবার
চিঠি লিখার কথা ছিল তোমারই
প্রতিদিন একটি করে নীল রঙা খামে।
সময়ের বিবর্তনে আমিও গিয়েছিলেম ভুলে
প্রতিদিন একটি করে হালকা সবুজ কাগজে
কলমের আকিঝুকি,
কোন মানে ছাড়া তোমার হাবিজাবি সব কথা
প্রতিদিনের দিনলিপিগুলি
কাগজের পৃ্স্ঠাভরে হাজার কথামালা
হালকা সবুজ কাগজে, ভরে নীল রঙ এর খামে
ভুল হত না তোমার পাঠাতে প্রতিদিন
একটি করে
মনে পড়ে?
পুরোনো সেই সব চিঠির কথা
আবার যখন মনে করিয়ে দিলে
তুমিও যেন ভুলে যেও না আবার
চিঠি লিখার কথা ছিল তোমারই
প্রতিদিন একটি করে নীল রঙা খামে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)