শনিবার, ৯ এপ্রিল, ২০১১

ভাবব না

ভাবব না ভাবব না করেও মনে আসে কত ভাবনা
সামনে এগোই এক পা পেছনে টেনে ধর তুমি

রেখে যেতে চাই মনের কোনেতে কিছু
হতে হতেও কেন জানি হলো না
নুয়ে পড়ে আছে এলোচুল কিছু
মাথার পরেতে যত যাতনা

ভাবব না ভাবব না করেও মনে আসে যত ভাবনা
সামনে যে এগোতে পারি না, পেছনে টেনে ধরা আর না আর না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন