তুমি আমায় চিঠি লিখনা হয়ে গেছে সে কতকাল
সময়ের বিবর্তনে আমিও গিয়েছিলেম ভুলে
প্রতিদিন একটি করে হালকা সবুজ কাগজে
কলমের আকিঝুকি,
কোন মানে ছাড়া তোমার হাবিজাবি সব কথা
প্রতিদিনের দিনলিপিগুলি
কাগজের পৃ্স্ঠাভরে হাজার কথামালা
হালকা সবুজ কাগজে, ভরে নীল রঙ এর খামে
ভুল হত না তোমার পাঠাতে প্রতিদিন
একটি করে
মনে পড়ে?
পুরোনো সেই সব চিঠির কথা
আবার যখন মনে করিয়ে দিলে
তুমিও যেন ভুলে যেও না আবার
চিঠি লিখার কথা ছিল তোমারই
প্রতিদিন একটি করে নীল রঙা খামে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন